X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ

ঢাবি প্রতিনিধি
১৮ মে ২০২৩, ২১:০১আপডেট : ১৮ মে ২০২৩, ২১:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মাত্রাতিরিক্ত রিকশা ভাড়ার অভিযোগ শিক্ষক, শিক্ষার্থীদের দীর্ঘদিনের। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে এবার ক্যাম্পাসে ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস এলাকার দূরত্ব হিসাব করে ভাড়া নির্ধারিত হয়েছে সর্বনিম্ন ১৫ ও সর্বোচ্চ ৪০ টাকা।

বৃহস্পতিবার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই উদ্যোগ নতুন নয়, এটি করোনাকালে নেওয়া হয়েছে। করোনার কারণে কার্যকর করতে দেরি হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, তাদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছ থেকে। আমাদের শিক্ষকদেরও এ নিয়ে অভিযোগ ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ

প্রক্টর আরও জানান, আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যারা রিকশা চালান, তাদের নিয়ে এই উদ্যোগ। প্রথম অবস্থায় ১০০ জন চালককে নিয়ে এটি চলবে। তাদের বিশেষ পোশাক দেওয়া হবে। আগামী ২১ মে থেকে এটি কার্যকর হবে।

এই উদ্যোগে আর কারও সংশ্লিষ্টতা আছে কিনা, জানতে চাইলে ড. মাকসুদুর বলেন, এটি মূলত প্রশাসনের উদ্যোগ। আর তা বাস্তবায়নের জন্য আমাদের ছাত্র সংগঠনগুলো সহায়ক ভূমিকা পালন করছে।

সাধারণ শিক্ষার্থীদের এ দাবি নিয়ে প্রশাসনের সঙ্গে উদ্যোগী হয়ে কাজ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তারা নির্ধারিত ভাড়ার চার্ট তৈরি করে এটি প্রচারণার উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন জায়গায় টানিয়ে দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ

এ বিষয়ে সাবেক ডাকসু সদস্য ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত বলেন, ২০১৯ সালে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রিকশাচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। তারই অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা লাগানো হয় এবং রিকশা রাখার জন্য ১৬টি জোন নির্ধারণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ

তিনি আরও বলেন, ২০২০ সালের ১৫ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তখন করোনা মহামারি শুরু হয়। করোনা মহামারির উদ্ভূত বৈশ্বিক সংকট বিবেচনায় ক্যাম্পাস প্রায় দুই বছরের জন্য বন্ধ হয়ে যায়। ফলে রিকশা ভাড়া নির্ধারণ কার্যক্রম তখন আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়নি।

তানবীর হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিকশাচালকদের পক্ষ থেকে নির্ধারিত ভাড়ার তালিকা তুলে দেওয়া হয়েছে। প্রক্টর স্যার এতে সম্মতি জানিয়েছেন।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!