X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিটিবির বিটুবি এক্সচেঞ্জ: শ্রীলঙ্কার আগ্রহ পাহাড়ে, ভারতের সমুদ্রে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৩, ২১:৫৪আপডেট : ২৭ মে ২০২৩, ২১:৫৪

দেশের পাহাড়ি অঞ্চলে নিয়ে আগ্রহ শ্রীলঙ্কান ট্যু অপারেটরদের, অন্যদিকে কক্সবাজার নিয়ে আগ্রহ ভারতের ট্যুর অপারেটরদের। বাংলাদেশের পর্যটনকে তুলে ধরতে মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রোমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। শনিবার (২৭ মে) দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের ১২৫ জন প্রতিনিধি অংশ নেন।

ট্যুরিজম প্রোমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও নেপালের ৯৭ ট্যুর অপারেটর অংশ নিয়েছেন। ২৬ থেকে ২৯ মে চার দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে বাংলাদেশের পর্যটন আকর্ষণের প্রচার, ক্রস বর্ডার ট্যুরিজমের প্রসার এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ট্যুরিজম নেটওয়ার্ক সুদৃঢ় করার জন্য।

প্রথমবারের মতো এ আয়োজনে চার দেশের প্রতিনিধিদের সামনে বাংলাদেশ সম্পর্কে প্রেজেন্টেশন দেওয়া হয়। বিটুবি মিটিংয়ে বাংলাদেশের পর্যটন স্টেকহোল্ডারদের মধ্যে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, এয়ারলাইন্স এবং ট্যুরিস্ট ভেসেল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২৫ জন প্রতিনিধি নিজেদের তথ্য তুলে ধরেন।

সিলেটের হিলভিউ ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খতিবুর রহমান বলেন, প্রথমবারের মতো বাংলাদেশকে তুলে ধরার মতো আয়োজন করেছে ট্যুরিজম বোর্ড। আমাদের কাছে তথ্য নিতে ৪ দেশের প্রতিনিধিরা এসেছেন। তবে শ্রীলঙ্কান ট্যুর অপারেটররা সিলেটের পাহাড়ি অঞ্চল সম্পর্কে জানতে আগ্রহী। তারা আমাদের বিভিন্ন স্থানের খরচ, থাকার সুযোগ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছে।

এ ছাড়া দেশের পার্বত্য অঞ্চলের বিভিন্ন হোটেল ও রিসোর্ট নিয়ে আগ্রহ দেখা গেছে শ্রীলঙ্কান ট্যুর অপারেটরদের। এদিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্স বাংলাদেশে শ্রীলঙ্কান ট্যুরিস্টদের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ অফার ঘোষণা করছে। এ অফারের আওতায় কলম্বো ঢাকা রাউন্ড ট্রিপ টিকিট, দুই রাত তিন বাংলাদেশের ঢাকা ও কক্সবাজার পরিদর্শন করা ব্যবস্থা থাকবে।

বিটিবির বিটুবি এক্সচেঞ্জ: শ্রীলঙ্কার আগ্রহ পাহাড়ে, ভারতের সমুদ্রে

ট্যুরিজম বোর্ড জানিয়েছে, অনুষ্ঠানে যোগ দিতে নেপাল থেকে ১২ জন, ভুটান থেকে ১৪ জন, শ্রীলঙ্কা থেকে ১৯ জন এবং ভারত থেকে ৫২ জন ট্যুর অপারেটর অংশ নিয়েছে। ভারতের প্রতিনিধিরা এসেছেন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং অরুনাচল থেকে।

বিটুবি মিটিং হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। এদিকে ভারতের ট্যুর অপারেটরদের আগ্রহ ছিল কক্সবাজার নিয়ে। বিদেশে করে কক্সবাজারের হোটেলগুলোর তথ্য নিতে দেখা গেছে তাদের।

কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডের পরিচালক (সেলস) মহিউদ্দিন খান খোকন বলেন, আমাদের হোটেলের বিভিন্ন প্যাকেজ নিয়ে তথ্য তুলে ধরেছি। ভারতের ট্যুর অপারেটরা বেশি আগ্রহ দেখিয়েছেন।

হোটেল ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার ক্ল্যাস্টার পরিচালক (সেলস) ইস্কানদার রাজু বলেন, এ ধরনের আয়োজন বেশি বেশি প্রয়োজন। অন্য দেশগুলোর সঙ্গেও আমাদের পর্যটনের ভিউ এক্সচেঞ্জ দরকার আছে। আজ আমাদের দেশের তথ্য তুলে ধরেছি। আগামীতে এর সুফল আমরা পাবো।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের বলেন, পর্যটককে বিকিশত করতে হলে আমাদের সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে হবে। যত বেশি প্রচার হবে, তত বেশি সম্ভাবনা বাড়বে। এই মুহূর্তে আমরা প্রতিবেশী দেশগুলোকে টার্গেট করেছি। ট্যুরজিম প্রমোশনের জন্য বাংলাদেশের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতের ট্যুরিজম ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপনের জন্য এ উদ্যোগ।

মো. জাবের আরও বলেন, ইতোমধ্যে আমরা সুফলও পেয়েছি। শ্রীলঙ্কান এয়ারলাইনস বাংলাদেশে আসার প্যাকেজ অফার দিয়েছে তাদের বিভিন্ন গন্তব্যে। অন্যরাও বাংলাদেশ নিয়ে প্যাকেজ করবে আমরা প্রত্যাশা করছি।

আয়োজনের দ্বিতীয় দিনে ২৮ মে চার দেশের ট্যুর অপারেটরদের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে নিয়ে যাওয়া হবে। অংশগ্রহণকারীদের কক্সবাজারের সমুদ্রসৈকত, ১০০ ফুট বৌদ্ধমূর্তি, রাংকুট বনাশ্রম বৌদ্ধমন্দির, মেরিন ড্রাইভ, হিমছড়িসহ অন্যান্য স্থানে ভ্রমণ করবেন। তারা কক্সবাজারের গুরুত্বপূর্ণ হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের সঙ্গে পরিচিত হবেন।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
সর্বশেষ খবর
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি