X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

আইকাও ট্রেইনার প্লাস সনদ পেলো সিভিল এভিয়েশন একাডেমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৩, ১৯:০৬আপডেট : ০৬ জুন ২০২৩, ১৯:০৬

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ন্ত্রণাধীন সিভিল এভিয়েশন একাডেমি আইকাও ট্রেইনার প্লাস অ্যাসোসিয়েট মেম্বারশিপ সনদ পেয়েছে। গত ২৮ মে থেকে ১ জুন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আইকাও গ্লোবাল ইমপ্লিমেনটেশন সাপোর্ট সিমপোজিয়াম (সিআইএও জিআইএসএস) অনুষ্ঠিত হয়। সেখানে আইকাও গ্লোবাল এভিয়েশন ট্রেনিং প্রধান ড.  লরা কামাস্ট্রা আইকাও ট্রেইনার প্লাস অ্যাসোসিয়েট মেম্বারশিপ সনদ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের কাছে হস্তান্তর করেন।

সিআইএও জিআইএসএস সম্মেলনে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মহাসচিবসহ বিভিন্ন দেশের বিমান চলাচল সম্পর্কিত মন্ত্রী, সিভিল এভিয়েশন সংস্থার প্রধান, সিভিল এভিয়েশন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নির্বাহী, এভিয়েশন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা  অংশ নেন। বাংলাদেশ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সিভিল এভিয়েশন একাডেমির পরিচালকসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ নেন।

বিশ্বব্যাপী এভিয়েশন বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বে অনুষ্ঠিত সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল— “ওয়ার্কিং টুগেদার ফর এন ইনোভেটিভ অ্যান্ড সাসটেইনেবল গ্লোবাল এভিয়েশন কমিউনিটি”।

বাংলাদেশে এভিয়েশন প্রশিক্ষণের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের জন্য সম্মেলন চলাকালীন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ), আইকাও  গ্লোবাল এভিয়েশন ট্রেনিং (জিটিএ), এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনালের (এসিআই) প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বাংলাদেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরিতে সিভিল এভিয়েশন একাডেমির এই সনদ লাভ আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করবে। এভিয়েশন প্রশিক্ষণে আন্তর্জাতিক মান অর্জনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেলো। দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের জন্য আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞের তত্ত্বাবধায়নে আইকাও প্রবর্তিত টেকনিক্যাল কোর্স এখন থেকে বাংলাদেশে আয়োজন করা যাবে। ফলে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল দ্বারা নিরাপদ বিমান চলাচল ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
সর্বশেষ খবর
‘এভাবে আচমকা গোল হয়ে যাবে, চিন্তাও করিনি’
‘এভাবে আচমকা গোল হয়ে যাবে, চিন্তাও করিনি’
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
ঢাবিতে মাস্টার্সে ভর্তিতেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
ঢাবিতে মাস্টার্সে ভর্তিতেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
৯ বছর পলাতক থাকা আসামি গ্রেফতার
৯ বছর পলাতক থাকা আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি