কোরবানির ঈদের বাকি আর ছয় দিন। সে উপলক্ষে রাজধানীর গাবতলী পশুর হাটে কোরবানির পশু বিক্রি হবে। সে উপলক্ষে গাবতলীতে স্থায়ী পশুর হাটের প্রস্তুতি চলছে।
শুক্রবার (২৩ জুন) বিকালে দেখা যায়, গাবতলীতে ঈদের বেচাকেনার জন্য বাঁশ ও ওপরে ত্রিপল দিয়ে গরু রাখার জায়গা তৈরি করা হচ্ছে। চলছে বিদ্যুৎব্যবস্থার কাজ। হাটে দুটি বুথ ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হচ্ছে।
রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে বড় ও একমাত্র স্থায়ী হাট হলো গাবতলী পশুর হাট। সারা বছরই এই হাটে চলে পশু বেচাকেনা। তবে কোরবানির ঈদ এলে এই হাটের কলেবর বাড়ে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে বিভিন্ন পশু ঢাকায় বিক্রির জন্য গাবতলীর স্থায়ী পশুর হাটে আনা হয়। এ হাটে কোরবানির জন্য গরুর পাশাপাশি ছাগল ও ভেড়া বিক্রি হয়।
যেসব গরু হাটে আনা হয়েছে, সেগুলো এখনও বিক্রি হচ্ছে না। ক্রেতারও সমাগম ঘটেনি এখনও।
অধিকাংশ ক্রেতা হাট ঘুরে ঘুরে পশু দেখছেন। আর বিক্রেতাদের কেউ গোছগাছে ব্যস্ত, কেউ অলস সময় পার করছেন।