X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

জোর করে গরু নামানোর চেষ্টা, পুলিশের কাছে শত অভিযোগ

নুরুজ্জামান লাবু
২৭ জুন ২০২৩, ২৩:৫৯আপডেট : ২৭ জুন ২০২৩, ২৩:৫৯

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার কোরবানির পশুর হাটে ট্রাক থামিয়ে জোর করে গরু নামানোর অভিযোগ উঠেছে। পশু ব্যবসায়ীরা নির্দিষ্ট হাটে গরু নিয়ে যাওয়ার সময় আশপাশের হাটের ইজারাদারদের লোকেরা ট্রাক আটকে গরু নামাতে বাধ্য করছে। অনেকেই অনিচ্ছা সত্ত্বেও ইজারাদারদের চাপে গরু নামাতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ পুলিশের শরণাপন্নও হয়েছেন। গত কয়েক দিনে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে এ সংক্রান্ত ১১২টি অভিযোগ জমা পড়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা অভিযোগ পাওয়ার পর ইজারাদার ও ব্যাপারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করে দিয়েছেন। ব্যাপারীরা যাতে তাদের পছন্দ অনুযায়ী হাটে গরু নিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ বছর পবিত্র ঈদুল আজহায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯টি স্থানে কোরবানির পশুর হাট বসেছে। এরমধ্যে উত্তর সিটি করপোরেশনের ১০টি স্থানে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯টি স্থানে পশুর হাট বসেছে। তবে সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়াও রাজধানীর অনেক এলাকায় অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। বিশেষ করে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা যোগসাজশ করে এসব হাট বসিয়েছেন।

একাধিক ব্যবসায়ী জানান, পছন্দের হাটে গরু নিয়ে যাওয়ার সময় ইজারাদারদের লোকজন বাধা দেয়। অনেক ব্যবসায়ীকে তারা হাটে গরু নামাতে বাধ্যও করেছেন। এ নিয়ে ইজারাদারদের লোকজনের সঙ্গে ব্যবসায়ীদের বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে।

আফতাবনগর গরুর হাটে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ী জানান, গাবতলী হয়ে গরু নিয়ে আসার সময় তার ট্রাক গাবতলী হাটের লোকজন জোর করে থামানোর চেষ্টা করে। এ সময় তার সঙ্গে ইজারাদারের লোকজনের বাগবিতণ্ডা হয়। তিনি পুলিশে খবর দেওয়ার উদ্যোগ নিলে ইজারাদারের লোকজন তাকে ছেড়ে দেয়। আগে থেকেই আফতাবনগর হাটে সবকিছু ঠিক করে রাখায় পরে তিনি সেখানে গরু নিয়ে পৌঁছাতে পেরেছেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের একজন কর্মকর্তা জানান, গত ছয় দিনে পশুর হাট ও ব্যাপারীদের কাছ থেকে তারা ২৮২টি ফোন পেয়েছেন। এসব কলের মধ্যে ১১১টিই ছিল ব্যাপারীদের পছন্দের হাটে যেতে ইজারাদারদের বাধা দেওয়ার বিষয়ে। ইজারাদারদের লোকজন নিজ নিজ হাটে বিভিন্ন ব্যবসায়ীকে ট্রাক থেকে গরু নামাতে বাধ্য করেছে। পরবর্তীকালে ৯৯৯ নম্বরে কল দেওয়ায় স্থানীয় থানার পুলিশ গিয়ে ব্যাপারীদের সহযোগিতা করেছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গত ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত পশুর হাট ও পশু সংক্রান্ত ২৮২টি কল এসেছে। এরমধ্যে রয়েছে— জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়ার ১১১টি কল, হাটে চাঁদাবাজির ৬৬টি, সড়কে চাঁদাবাজির ২৬টি, অজ্ঞান পার্টির বিরুদ্ধে ১১টি, নৌপথে পশুর যানে চাঁদাবাজির ৮টি, জাল টাকার ৪টি এবং অন্যান্য ইস্যুতে আরও ৫৬টি কল।প্রতিটি ঘটনায় ব্যবসায়ী ও পশুর মালিকের চাহিদা অনুযায়ী সমাধান করে দিয়েছে পুলিশ। সব ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খন্দকার মহিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা যখন যেখানে যে ধরনের অভিযোগ পেয়েছি, তখনই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। সব থানায় আমাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—এসব ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে না। যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করতে হবে।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
জামিন পেলেন পি কে হালদারের দুই সহযোগী
জামিন পেলেন পি কে হালদারের দুই সহযোগী
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হতে আগ্রহী মালান  
বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হতে আগ্রহী মালান  
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা