X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে জমজমাট পুরান ঢাকার গরুর হাট

আতিক হাসান শুভ
২৮ জুন ২০২৩, ০৯:৩৮আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:৩৮

আজ দিন গেলে আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা। তাই শেষ মুহূর্তে জমে উঠেছে পুরান ঢাকার কোরবানির পশুর হাটগুলো। হাটে গরু কেনা-বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। বুধবার (২৮ জুন) পুরান ঢাকার গরুর হাটগুলোতে কম বেশি দামের তোয়াক্কা না করেই গরু কিনছেন ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার ধোলাইখাল ও পোস্তগোলা শশ্মানঘাটের গরুর হাটে গরু কেনায় ব্যস্ত সময় পার করছেন পুরান ঢাকার বাসিন্দারা। সকাল থেকেই জমে ওঠে হাটগুলো। রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে মুরগীটোলা পর্যন্ত ক্রেতাদের পুরোদস্তুরে আনাগোনা ছিল। অনেকেই গরু কিনে গরুর গলায় মালা পরিয়ে বাসায় নিয়ে যাচ্ছেন। আবার অনেকে কেনা শেষে হাছিল দেওয়া নিয়ে ব্যস্ত।

পুরান ঢাকার বাসিন্দা হাজী মোহাম্মদ নান্টু মিয়া বলেন, আমি সবসময় দুটো গরু কোরবানি দেই। গত কাল রাতে চার লাখ ১০ হাজার টাকা দিয়ে একটা গরু কিনেছি‌। আজকেও একটা কিনতে এসেছি‌। হাটের অবস্থা জানি না। আমরা প্রতি বছর মহল্লার যারা কোরবানি দেই তারা সবাই অলরেডি গরু কিনে ফেলছে। বাকিরাও আজ কিনে নেবে। আগে গরু নিয়ে রাখার বেশ সমস্যা হয়। এজন্য সবসময় শেষ মুহূর্তে হাট থেকে গরু কিনি।

দামের তোয়াক্কা না করেই কোরবানির পশু কিনছেন ক্রেতারা

হাজী আবু তাহের নামের আরেকজন ক্রেতা বলেন, ভেবেছি শেষ মুহূর্তে দাম কিছুটা কমবে, কিন্তু না কমেনি। ব্যাপারীরা বলছে গরু না বিক্রি করতে পারলে নিয়ে যাবে, তবুও কম দামে বিক্রি করবে না। আর অপেক্ষা করা সম্ভব না। আমি অনেক দেখে দুই লাখ ৪০ হাজার টাকা দিয়ে একটা কিনেছি। আজ তো কেনার শেষ সময়। না কিনে কী করবো। দাম বেশি কম জানি না। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি। দাম কম-বেশি দেখে তো লাভ নেই।

গরুর হাটের বেচাকেনা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন খায়রুল ইসলাম নামের একজন বিক্রেতা। তিনি বলেন, ২৩ তারিখে ১৪টি গরু নিয়ে ঢাকায় আসছি। এতোদিন বসে ছিলাম গরু বিক্রি হয়নি। আলহামদুলিল্লাহ গত কাল থেকে আজ সকাল পর্যন্ত ৫টা গরু বিক্রি করেছি। আশা করি শেষ পর্যন্ত আরও কয়টা বিক্রি করতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা।

মূসা ব্যাপারি নামের আরেকজন বিক্রেতা বলেন, আমরা হাটে মোট ১৮ টি গরুর এনেছি। ইতিমধ্যে চারটি গরু বিক্রি হয়েছে। আশা করছি আজ রাত পর্যন্ত আরও দু’-একটা বিক্রি করতে পারবো। তাতেই চলবে। সবকিছু বাদ দিয়ে মোটামুটি একটা কিছু থাকবে।

এদিকে বৃষ্টিতে কাকভেজা হয়ে গরু নিয়ে বেশ বিপাকে আছেন বলে জানিয়েছেন কয়েকজন বিক্রেতা। আব্দুল মালেক নামের একজন বিক্রেতা বাংলা ট্রিবিউনকে বলেন, আমি দুটো গরু এনেছি হাটে। গরু দুটো আমার অতি আদর যত্নে লালন পালন করা। হাটে যারা গরু নিয়ে এসেছে তারা তো অনেক বড় বড় ব্যাপারী। তাদের সঙ্গে পাল্লা দিয়ে পারি না। আজ চার দিন হাটে বসে আছি। এখনও বিক্রি করতে পারিনি। এদিকে একটু পর পর বৃষ্টিতে নিজেও ভিজে যায় গরুও ভিজে যায়। জায়গা ভিজে বাজে অবস্থা হয়ে গেছে, কি এক মুশকিল। গরু দুটো বিক্রি করতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচি।

ছবি: প্রতিবেদক।

/এফএস/
সম্পর্কিত
নয়াপল্টনে সমাবেশের ‘মৌখিক অনুমতি’ পেলো বিএনপি
খিলগাঁওয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কিডনি ও মানবপাচারের তথ্য এখনও মেলেনি: ডিবি
সর্বশেষ খবর
ইসরায়েলি পণ্যবহনকারী যেকোনও দেশের জাহাজে হামলা হবে: হুথিদের হুমকি
ইসরায়েলি পণ্যবহনকারী যেকোনও দেশের জাহাজে হামলা হবে: হুথিদের হুমকি
তহুরার ৭ আর সাগরিকার ৪ গোলে বিধ্বস্ত কাচারিপাড়া
তহুরার ৭ আর সাগরিকার ৪ গোলে বিধ্বস্ত কাচারিপাড়া
কৃষিতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ চলছে: পলক
কৃষিতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ চলছে: পলক
আহছানিয়া মিশন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সুস্থ হচ্ছেন ৭৫ শতাংশ রোগী
আহছানিয়া মিশন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সুস্থ হচ্ছেন ৭৫ শতাংশ রোগী
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা