X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি উন্নতির আশা, উত্তরাঞ্চলে শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৩, ২০:০৬আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২০:১৯

দেশের উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে উজানে ভারী বৃষ্টির কারণে ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে উত্তরাঞ্চলে নিম্নাঞ্চলের কিছু এলাকা নতুন করে বন্যা কবলিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার চলমান বন্যা পরিস্থিতির ক্রম-উন্নতি হতে পারে। তবে উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট ও নীলফামারী জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

কেন্দ্র জানায়, তাদের পর্যবেক্ষণাধীন পানির সমতল স্টেশন আছে ১০৯টি। এরমধ্যে পানি বেড়েছে ৬৭টি স্টেশনের, কমেছে ৪০টির আর অপরিবর্তিত আছে দুটির। এদিকে বিপদসীমার উপরে উঠেছে ৩টি স্টেশনের পানি, এতে বন্যা কবলিত হয়েছে ২ জেলা। সুনামগঞ্জের সুরমা নদীর পানি এখন বিপদসীমার ১৬ থেকে নেমে ৭ মিটার ওপর দিয়ে বইছে। একইভাবে কমলাকান্দার সোমেশ্বরী নদীর পানি ২৪ মিটার থেকে বেড়ে ৩০ মিটার এবং দেরাই স্টেশনের পুরাতন সুরমা নদীর পানি বিপদসীমার ৩ মিটার থেকে নেমে ২ মিটার ওপর দিয়ে বইছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সুনামগঞ্জের লরেরগড়ে ৯০ মিলিমিটার। এছাড়া সুনামগঞ্জের মহেশখোলায় ৬১, নওগাঁর মহাদেবপুরে ৫০, কুড়িগ্রামের পাটেশ্বরীতে ৮০, ঠাকুরগাঁওয়ে ৫৩ ও সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ধোবাউড়ায় নিতাই পাড়ের মানুষের কষ্ট২৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ, বর্ষা এলেই আতঙ্কে থাকেন তারা
বন্যায় ক্ষতিগ্রস্ত চার জেলায় ৩০০ ঘর হস্তান্তর
বন্যায় ভেসে গেছে সব, ঈদের আনন্দ নেই তাদের ঘরে
সর্বশেষ খবর
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন, সোমবার থেকে কমতে পারে
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন, সোমবার থেকে কমতে পারে
চতুর্দশপদী ও অন্যান্য
চতুর্দশপদী ও অন্যান্য
অটোরিকশায় করে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তারা
অটোরিকশায় করে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তারা
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’