X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
রেণু হত্যার চার বছর

মায়ের ছবি দেখে এখনও কাঁদে তুবা

মহিউদ্দিন খান রিফাত
২০ জুলাই ২০২৩, ১৫:৪৪আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৭:১০

২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেণু। এ সময় ছেলেধরা সন্দেহে রেণুকে পিটিয়ে আহত করে উচ্ছৃঙ্খল একদল লোক। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন বাড্ডা থানায় ৪০০-৫০০  অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন রেণুর ভাগ্নে নাসির উদ্দিন টিটু।

এ ঘটনায় করা মামলার এক বছর পর তদন্ত শেষে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক। এরপর ২০২১ সালের ১ এপ্রিল ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষনিকা ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন। তবে এ মামলার সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় গত দুই বছরে মোট ৩৬ সাক্ষীর মধ্যে অর্ধেকেরও শুনানি শেষ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এতে মামলা দায়েরের চার বছর পার হলেও সাক্ষ্যগ্রহণের জটিলতায় আটকে আছে আলোচিত এ হত্যা মামলার বিচার।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন—ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, মো. রাজু ও মহিন উদ্দিন।

এছাড়া আসামি জাফর হোসেন পাটোয়ারী ও ওয়াসিম আহমেদ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে অনুষ্ঠিত হচ্ছে।

মামলার বাদী নাসির উদ্দিন টিটু জানান, রেণুর মেয়ে সাত বছর বয়সী তাসনীন মাহিরা তুবা তার খালা ও আত্মীয়দের স্নেহে অনেকটাই ভুলে গেছেন মাকে। মা মারা যাওয়ার পর তিন বছর বয়স থেকে খালা নাজমুন নাহার নাজমাকেই মা ডাকতে শিখেছে তুবা। কিন্তু স্কুলে গেলে যখনই কেউ বলে তোমার মা তো মারা গেছেন, তখনই নাড়া দেয় তার স্মৃতি। মায়ের ছবি দেখে কেঁদে ওঠে অবলীলায়। বলে ওঠে, আমার মা কোথায়?

তিনি আরও জানান, রেণুকে যখন পিটিয়ে হত্যা করা হয়, তখন তার বড় ছেলে তাহসিন আল মাহিরের বয়স ছিল ৯ বছর। এখন তার বয়স ১৩ বছর। পড়াশোনা করছে উত্তরার মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণিতে। মায়ের কথা স্পষ্ট মনে আছে তার। তাই চার বছর পার হয়ে গেলেও মাহির ভুলতে পারেনি সেই দুঃসহ স্মৃতি। এখনও মনমরা হয়ে থাকে সে। লেখাপড়ায়ও তেমন মনোযোগ দিতে পারে না। অ্যাকাডেমিক ফলাফলও ভালো করতে পারছে না মাহির।

নাসির উদ্দিন বলেন, আমরা মা-হারা দুই ভাইবোনকে সুন্দর একটা পৃথিবী উপহার দিতে চাই। কিন্তু ওদের সবকিছু ভুলিয়ে রাখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে রেণু আন্টির বড়বোন নাজমুন নাহার নাজমাও অসুস্থ। আমাদের অঢেল সম্পত্তিও নেই। তাই আমাদের আবেদন থাকবে, প্রধানমন্ত্রী রেণু খালার সন্তান মাহির ও তুবার ভবিষ্যতের জন্য কিছু একটা করে দিক। তবে, আমরা কোনও বিত্তবানের করুণা ভিক্ষা চাই না। আমরা চাই রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা।’

নিজের খালা তাসলিমা বেগম রেণু হত্যার কেমন বিচার চান, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আদালতের প্রতি আমার আস্থা আছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিচারটা এমন হওয়া উচিত—যেন সারা দেশে এবং বিশ্বের মানুষের কাছে একটা বার্তা যায়। মানুষ যেন বুঝে আইন নিজেদের হাতে তুলে নেওয়া কতটা অন্যায়। কিছু ঘটলে যেন মানুষ বিষয়টা পুলিশের হাতে  তুলে দেয়, আইন যেন নিজের হাতে তুলে না নেয়।’

বিচার কাজের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এ মামলাটির বিষয়ে খুবই আন্তরিক। সাক্ষ্যগ্রহণ নিয়মিত হচ্ছে। আশা করছি দ্রুতই এ মামলার বিচার কাজ শেষ হবে এবং আমরা একটা ন্যায়বিচার পাবো।’

এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিরা মধ্যবয়সী নারীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এরা সমাজের শত্রু। নিয়মিত সাক্ষী এলে চলতি বছরেই মামলার বিচারকাজ শেষ হবে। এ মামলার বিচারে দোষীদের সর্বোচ্চ সাজা হবে বলে প্রত্যাশা করছি।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা