X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সন্ধ্যা থেকেই সদরঘাট এলাকায় খেয়া চলাচল বন্ধ

জবি প্রতিবেদক
২৬ জুলাই ২০২৩, ২১:৩৩আপডেট : ২৬ জুলাই ২০২৩, ২১:৩৩

পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর সদরঘাট এলাকায় খেয়া পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বুড়িগঙ্গার দুই পারের যাত্রীরা।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা থেকে খেয়া পারাপার বন্ধ রয়েছে বুড়িগঙ্গার দুই পারে। ফলে পারপার হতে আসা দুই পাশের নৌ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। খেয়া পারাপার বন্ধ থাকায় আধা কিলোমিটার দূরের বাবুবাজার ব্রিজ ব্যবহার করে নদী পার হতে হচ্ছে তাদের।

ইহাদ নামের এক যাত্রী বলেন, ‘আজ রাতেই বন্ধ করে দেবে বুঝিনি। তাই ঘাটে এসেছিলাম, এখন আবার ব্রিজ দিয়ে ঘুরে যেতে হবে।’

ঠিক কী কারণে নৌ পারাপার বন্ধ তা জানেন না মাঝিরা। তারা বলছেন পুলিশের পক্ষ থেকে নৌকা না চালাতে বলা হয়েছে। বিএনপির সমাবেশ থাকলেই এমন নির্দেশনা আসে তাদের ওপর। তবে পুলিশ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে।

লালকুঠি ঘাট এলাকার খেয়া মাঝি ইমরুল বলেন, ‘বিকালে পুলিশ বলে গেছে সন্ধ্যার মধ্যে বন্ধ করে দিতে। তাই খেয়া বন্ধ। বিএনপির সমাবেশ থাকলে বন্ধ করে দেওয়া হয় নৌকা চলাচল।’

ওয়াইজঘাট এলাকায় আকবর নামের অপর একজন মাঝি বলেন, ‘এর আগে তো সমাবেশের দিন বন্ধ থাকতো। আজ সন্ধ্যা থেকে বন্ধ। কাল হয়তো আবার চালাতে পারবো।’

তবে ঠিক পুলিশের কোন সদস্য তাদের খেয়া পারাপার বন্ধ রাখতে বলেছে, তা জানাতে পারেননি মাঝিরা।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বলেন, ‘এটা মাঝিদের ব্যাপার। খেয়া পারাপার বন্ধ রাখা না রাখার ব্যাপারে তারা অনেক কিছু বলতেই পারে। আমরা এসব বিষয়ে কিছু জানি না। পুলিশের পক্ষ থেকে খেয়া চলাচল বন্ধ রাখার জন্য তাদের কিছু বলা হয়নি। তারপরও আমি বিষয়টি নিয়ে কথা বলে দেখবো।’

/আরআইজে/
সম্পর্কিত
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
ঈদ শেষ, আবার মলিন মুখ সদরঘাটের ব্যবসায়ীদের
দৌলতদিয়া ঘাটে চাপ নেই যানবাহনের
সর্বশেষ খবর
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো