বরগুনায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জেলাটির ঢাকাস্থ বাসিন্দাদের সংগঠন ‘নিয়ার্স অ্যান্ড ডিয়ার্স, বরগুনা’। শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে সংগঠনটির এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় বরগুনার সংসদ সদস্যদের ডিও লেটার সংগ্রহ, বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ, সংশ্লিষ্ট দফতরে ফাইল মুভিং এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি ও জনমত গঠনে বরগুনা-ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাজসেবী শামসুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এনবিআর এর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন, প্রফেসর ড. খলিলুর রহমান, প্রফেসর মোস্তফা জামান, প্রফেসর মো. রফিকুল ইসলাম টুকু, ড. এম খলিলুর রহমান, ঢাকা'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খোকন, নিয়ার্স অ্যান্ড ডিয়ার্স বরগুনার প্রধান ফারুক আলম, মো. জসীমউদ্দিন, সাংবাদিক আবু জাফর সূর্য, সাংবাদিক সিদ্দিকুর রহমান, কাস্টম কমিশনার (অব.) নুরুল ইসলাম ও শাহীন সিরাজ প্রমুখ।