বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশানে শ্যুটিং স্পোর্ট ফেডারেশন মিলনায়তনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সাধারণ সভায় বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে অ্যাসোসিয়েশনের ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ২০২৩-২৪ অর্থ বছরের জন্য নির্ধারিত কর্মসূচি এবং অ্যাসোসিয়েশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তাবিত ৭৬ কোটি ৯৫ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। মেসার্স মসিহ মুহিত হক অ্যান্ড কোম্পানিকে নিরীক্ষক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়।
গঠনতন্ত্র অনুযায়ী ৬টি বিভাগীয় ক্রীড়া সংস্থা (ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট) অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদে অন্তর্ভুক্ত রয়েছে। এক্ষেত্রে অন্যান্য বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকেও স্বীকৃতি প্রদানের জন্য গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
আইএসপিআর আরও জানায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১১টায় সভার কার্যক্রম আরম্ভ হয়। সভার শুরুতেই ২০২১ সালের ১১ ডিসেম্বর থেকে ১৮ আগস্ট (২০২৩) পর্যন্ত যেসব ক্রীড়াব্যক্তিত্ব পরলোকগমন করেছেন, তাদের স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সভার শুরুতে উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তার স্বাগত বক্তব্য প্রদান করেন। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সঙ্গে ২০২১ সালে বিওএ’র সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করায় সাধারণ পরিষদের সকল সদস্যদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্প্রতি বিওএ আয়োজিত জাতীয় পর্যায়ে দেশের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এবং এ লক্ষ্যে উপযুক্ত পরিবেশ ও সুযোগ-সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য ফেডারেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পরে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা কর্তৃক ২০২১-২২ এবং ২০২২-২৩ দুইটি অর্থ বছরে বিওএ কর্তৃক সম্পাদিত কার্যক্রমের ওপর বিস্তারিত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং একই সঙ্গে ওই কার্যক্রমের ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়। মহাসচিব সফলভাবে সকল কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, বিওএ কার্যনির্বাহী কমিটি, সাধারণ পরিষদের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, সহ-সভাপতি মিসেস মাহাবুব আরা বেগম গিণি এমপি, সহ-সভাপতি শেখ বশির আহমেদ, অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এ কে সরকার, বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, উপ-মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু, উপ-মহাসচিব নজীব আহমেদ এবং অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছ এ খানসহ কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের সদস্যরা।