X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

আইডিয়ালের গভর্নিং বডি থেকে মুশতাকের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৩, ১৮:১৬আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৮:২৫

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ পদত্যাগ করেছেন। শনিবার (২৬ আগস্ট) খন্দকার মুশতাক আহমেদ এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) গভর্নিং বডির সভাপতি বরাবর তার পদত্যাগ পত্র জমা দেন তিনি।

শনিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের স্বাক্ষরের পর এ-সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়, ‘আসামি খন্দকার মুশতাক আহমেদকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালনে এবং ওই স্কুল অ্যান্ড কলেজের কম্পাউন্ডের ভেতরে প্রবেশে বারিত (নিষিদ্ধ) করা হলো।’

গত ২০ আগস্ট ছাত্রীর বাবার করা ধর্ষণ মামলায় গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। তবে আদালত বলেছেন, মুশতাক আহমেদ গভর্নিং বডির কোনও কর্মকাণ্ড ও মিটিংয়ে অংশ নিতে পারবেন না।

গত ১৭ আগস্ট মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে মুশতাককে আগাম জামিন দেন আদালত।

প্রসঙ্গত, গত ১ আগস্ট কলেজছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করে মামলা করা হয়। মামলার অন্য আসামি হলেন ওই কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী। কলেজছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

মুশতাক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা বিয়ে করেছি। মেয়ের পরিবার থেকে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করা হয়েছে। দুজনের ইচ্ছাতেই বিয়ে হয়েছে। কিন্তু জোর করে তাকে আমার কাছ থেকে সরিয়ে রাখতে চায় তার পরিবার।

বিয়ের পর জানতে চাইলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই ছাত্রী বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছি।’

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
শ্রম আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে
হবিগঞ্জে হত্যাকাণ্ড: যাত্রাবাড়ী থেকে গ্রেফতার ১০
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৪)
আইএফআইসি ফার্স্ট কোয়ার্টার ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
আইএফআইসি ফার্স্ট কোয়ার্টার ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা