X
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
১৫ অগ্রহায়ণ ১৪৩০

‘৭৫-এর খুনিরা সরকারের উন্নয়নের বিরোধিতা করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ১৮:৩১আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৮:৩১

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, ৭৫-এর খুনি এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীরা সরকারের উন্নয়ন ও জনগণের কল্যাণের কাজের বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সর্বজনীন পেনশনের বিরুদ্ধে অপপ্রচার করছে তারা। এসব উন্নয়নবিরোধী অপপ্রচার ও গুজব রোধ করতে হবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গজারিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধিজনের সঙ্গে মতবিনিময় এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ এখন আর পরনির্ভরশীল নয় স্বনির্ভর দেশ, সাহায্যনির্ভর নয় সাহায্যদাতা দেশ, ঋণনির্ভর নয় ঋণদাতা দেশ। মাঠ পর্যায়ের কর্মকর্তারা জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন তৈরি করে; সরকারের লক্ষ্য, উদ্দেশ্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত করে।’

এ সময় প্রতিমন্ত্রী সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো জয়ী করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং মাদক রোধ করতে হবে।’ নারী নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী গজারিয়া উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পাঁচ হাজার বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেন। তিনি গজারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ, গজারিয়া ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এম এ আজহার উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ করেন।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মাহফুজ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ প্রমুখ।

একই দিন বিকালে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকে যোগদান করেন ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানে তিনি তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প আওতায় গজারিয়া উপজেলায় ১৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতা দেন।

এ সময় ছিলেন– জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার, তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন প্রকল্পের পরিচালক প্রভাষ চন্দ্র রায়, তথ্য আপা প্রকল্পের পরিচালক শাহনাজ বেগম নীনা এবং মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মনোয়ারা ইশরাত। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহফুজ।

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতৃত্ব পাওয়ার পর কেন্দ্রীয় চুক্তিতে শান মাসুদের পদোন্নতি
নেতৃত্ব পাওয়ার পর কেন্দ্রীয় চুক্তিতে শান মাসুদের পদোন্নতি
শাহজাহান ওমরকে বিএনপি থেকে বহিষ্কার
শাহজাহান ওমরকে বিএনপি থেকে বহিষ্কার
বিদ্যুৎ-সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ-সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী
নভেম্বরে আসার কথা থাকলেও আসেনি ইলেকট্রিক বাস
নভেম্বরে আসার কথা থাকলেও আসেনি ইলেকট্রিক বাস
সর্বাধিক পঠিত
সরিষা শাক খাওয়ার ১০ উপকারিতা
সরিষা শাক খাওয়ার ১০ উপকারিতা
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
উত্তরপত্র পরিবর্তন করে অর্ধশত শিক্ষার্থীকে ফেল দেখানোর অভিযোগ
উত্তরপত্র পরিবর্তন করে অর্ধশত শিক্ষার্থীকে ফেল দেখানোর অভিযোগ
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
কমিয়ে ডলারের দাম নির্ধারণ
কমিয়ে ডলারের দাম নির্ধারণ