নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবং আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বুধবার (২০ সেপ্টেম্বর) এবং বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জয়পুরহাট ও টাঙ্গাইল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে হয়। এটিইউ’র পুলিশ সুপার অপারেশনস মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. মুজাহিদুল ইসলাম (১৯), সাকির আহমেদ (১৯) ও মো. ইউনুস আলী ২৫।
তিনি বলেন, ‘এটিইউ’র অভিযানে বুধবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন থেকে আনসারুল্লা বাংলা টিমের সদস্য মো. মুজাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছয়টি উগ্রবাদী বই এবং উগ্রবাদী কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুইটি সিম জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবির ধরনজি ইউনিয়ন থেকে সাকির আহমেদ (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অন্যান্য সহযোগীদের বিস্তার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এছাড়া, বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের সদস্য মো. ইউনুস আলীকে গ্রেফতার করা হয়েছে। ২০১৭ সালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা এলাকায় দায়ের করা সন্ত্রাস বিরোধী মামলায় ইউনুস আলীকে সাত বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দেওয়া হয়। তারপর থেকেই সে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।