বার্লিন ম্যারাথনে চার বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত অংশ নিয়েছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) জার্মানিতে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, ৪২ কিলোমিটার দীর্ঘ বার্লিন ম্যারাথন ইউরোপে বেশ জনপ্রিয়। এই ম্যারাথনে দূতাবাসের উৎসাহে বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত চার জন অংশ নিয়েছেন।
তারা হলেন, ম্যাসটিক্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. নাদিরুজ্জামান, যুক্তরাজ্যের প্রকৌশলী মাজহার ইসলাম, বর্তমানে জার্মানির নাগরিক শিভ শংকর পাল এবং বাংলাদেশের আয়রনম্যানখ্যাত সামসুজ্জামান আরাফাত।