X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫২

রাজধানীর পুরান ঢাকার লালবাগে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা মো. শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পৌনে ২টা থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়।  ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকাল ৩টা ২৫ মিনিটে  মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

ডস ইন্ড্রাস্টিয়াল কোম্পানি মেটালাইজিং নামে যে ভবনটিতে আগুন লেগেছিল সেটি লালবাগের আতশখানা লেনে অবস্থিত। ভবনটি কারখানার গোডাউন ও আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আগুন লাগার পর  লোকজন নিচে নামতে সক্ষম হয়।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে থাকা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন ততটা বাড়েনি, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা পানি সংকটের মুখোমুখি হই। তারপরও ঘটনাস্থলে আসা ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি বলেন, পুরান ঢাকার প্রতিটি ভবনেই সেফটি প্ল্যান রাখতে হবে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার রাখতে হবে। যাতে ভবনে আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ফায়ার সার্ভিসে যে ধরনের যন্ত্রপাতি রয়েছে, তা বসিয়ে যাতে পানি সরবরাহ নিশ্চিত করা যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এ বিষয়ে তদন্ত করা হবে। পরবর্তী সম আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।

স্থানীয়রা বলেন, মনিটরিং এবং কঠোর তদারকি ছাড়া এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব নয়। পুরান ঢাকায় এমনিতেই ঘনবসতিপূর্ণ এলাকা। এছাড়া যেখানে সেখানে রয়েছে প্লাস্টিক, কেমিক্যাল ও জুতার কারখানা। এগুলো আগুনকে আরও বাড়িয়ে দেয়। এ ব্যাপারে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন স্থানীয়রা।

আরও পড়ুন:

পুরান ঢাকায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ