X
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫২

রাজধানীর পুরান ঢাকার লালবাগে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা মো. শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পৌনে ২টা থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়।  ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকাল ৩টা ২৫ মিনিটে  মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

ডস ইন্ড্রাস্টিয়াল কোম্পানি মেটালাইজিং নামে যে ভবনটিতে আগুন লেগেছিল সেটি লালবাগের আতশখানা লেনে অবস্থিত। ভবনটি কারখানার গোডাউন ও আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আগুন লাগার পর  লোকজন নিচে নামতে সক্ষম হয়।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে থাকা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন ততটা বাড়েনি, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা পানি সংকটের মুখোমুখি হই। তারপরও ঘটনাস্থলে আসা ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি বলেন, পুরান ঢাকার প্রতিটি ভবনেই সেফটি প্ল্যান রাখতে হবে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার রাখতে হবে। যাতে ভবনে আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ফায়ার সার্ভিসে যে ধরনের যন্ত্রপাতি রয়েছে, তা বসিয়ে যাতে পানি সরবরাহ নিশ্চিত করা যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এ বিষয়ে তদন্ত করা হবে। পরবর্তী সম আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।

স্থানীয়রা বলেন, মনিটরিং এবং কঠোর তদারকি ছাড়া এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব নয়। পুরান ঢাকায় এমনিতেই ঘনবসতিপূর্ণ এলাকা। এছাড়া যেখানে সেখানে রয়েছে প্লাস্টিক, কেমিক্যাল ও জুতার কারখানা। এগুলো আগুনকে আরও বাড়িয়ে দেয়। এ ব্যাপারে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন স্থানীয়রা।

আরও পড়ুন:

পুরান ঢাকায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
বাবার দেওয়া আগুনে প্রাণ গেলো দুই শিশুসন্তানের, মায়ের অবস্থা আশঙ্কাজনক
টাঙ্গাইলে থেমে থাকা বাসে আগুন
কিশোরগঞ্জে সারভর্তি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন
সর্বশেষ খবর
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
সর্বাধিক পঠিত
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড