X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

এমপি শাহজাহান কামালের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:২২

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান কামাল মারা যান।

তার মৃত্যুতে শোক গভীর শোক ও দুঃখপ্রকাশ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ড. হাছান মাহমুদ।

শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

এক শোকবার্তায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘মরহুম শাহজাহান কামাল একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ও জনতা ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে আমরা একজন কর্মবীর সাদা মনের মানুষকে হারালাম।’

এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

এক শোকবার্তায় আমির হোসেন আমু মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামও। মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

শোকবার্তায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কামাল দীর্ঘদিন দক্ষতার সঙ্গে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ঐতিহাসিক ৬ দফা ও ৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিভাবে অংশগ্রহণ করেন। একজন মন্ত্রী, সংসদ সদস্য এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি আজীবন মানুষের সেবা করে গেছেন। তিনি তার কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন। 

বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল ছিলেন অত্যন্ত সজ্জন রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর ‘শোক ও দুঃখ প্রকাশ’ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী আরও বলেন, প্রবীণ এ রাজনীতিবিদ তার কর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি। তিনি তার কর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। 

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
তারেক রহমান ও মির্জা ফখরুলের শোকআরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন
শিক্ষানুরাগী নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ গাফফারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ