বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পরিদর্শক পদমর্যাদার ৬০ কর্মকর্তা ‘কোর্স অন স্মার্ট পুলিশিং’ শীর্ষক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) পুলিশ স্টাফ কলেজে দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, ‘প্রশিক্ষণে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক পুলিশের মতো অপরাধ ব্যবস্থাপনা, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ তথ্য প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমে পরিচালনায় সক্ষম হবে। এর সঙ্গে সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে মিথষ্ক্রিয়া অধিকতর বৃদ্ধি হবে।’
বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক মানের পুলিশি সেবা প্রদানে সক্ষম হবে উল্লেখ করে তিনি বলেন, ‘স্মার্ট পুলিশিং চর্চার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ এবং সেবাদানকারী সংস্থা হিসেবে বাংলাদেশ পুলিশ সরকার ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’