X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ফ্যাক্ট চেকিংয়ের ওপর ক্রাইম রিপোর্টারদের কর্মশালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৬:২৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৬:২৭

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) আয়োজনে ‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর দারুস সালাম রোডে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে  কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন।

নিমকোর অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক বলেন, ‘তথ্য প্রবাহের অবাধ গতি জনজীবনকে যেমন সহজ করেছে, ঠিক তেমনই ভুয়া ও অপতথ্যের কারণে মানুষ প্রতারিত ও ক্ষতিগ্রস্তও হচ্ছে। যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রচারিত হলে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জনমত প্রভাবিত হতে পারে। তাই ফ্যাক্ট চেকিং সম্পর্কে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির উন্নয়ন সাধনে ভূমিকা রাখতে সাংবাদিকদের উৎসাহ দেন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক হামলা, দাঙ্গা-হাঙ্গামা বা হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে গুজবের কারণে। উসকানিমূলক স্ট্যাটাস, লাইক, কমেন্টস, শেয়ার করার মাধ্যমে রাতারাতি এসব গুজব ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এ বিষয়ে সবার সচেতন এবং দক্ষ হওয়ার বিকল্প নেই।

প্রধান আলোচক আবু রুশদ মো. রুহুল আমিন বলেন, ভুয়া সংবাদ প্রচার প্রতিহত করার জন্য তথ্য যাচাইয়ের কোনও বিকল্প নাই। সেই সঙ্গে তথ্য যাচাই-বাছাই করার বিভিন্ন টুলস, সফটওয়্যার সম্পর্কে সাংবাদিকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ক্রাইম রিপোর্টাররা খুব সংবেদনশীল ক্ষেত্রে কাজ করেন বলে এ ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব সম্পর্কে তিনি সাংবাদিকদের সচেতন করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক এ. কে. এম আজিজুল হক এবং পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ কর্মশালায় আলোচনা করেন। কর্মশালাটির পরিচালক হিসেবে ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. মাসুদ মনোয়ার ভূঞা এবং সমন্বয়ক হিসেবে সহকারী পরিচালক সাইফুন্নাহার দায়িত্ব পালন করেন। ক্র্যাবের সহ-সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুসহ ক্র্যাবের ৪০ জনের বেশি সদস্য কর্মশালায় অংশ নেন।/জেইউ/এপিএইচ/

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা, ছুরিকাঘাত
‘অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই, কেবল সাংবাদিকরাই পাবেন’
সাংবাদিকতার চিরাচরিত ধারণাকে পাল্টে দিচ্ছে মোজো: কাদের গনি
সর্বশেষ খবর
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
রাজস্ব সংস্কারের শুরুতেই হোঁচট, বাড়ছে অনিশ্চয়তা
রাজস্ব সংস্কারের শুরুতেই হোঁচট, বাড়ছে অনিশ্চয়তা
পুতিন-জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলবেন ট্রাম্প
পুতিন-জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলবেন ট্রাম্প
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত