আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম ও আজাদ আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, আপন জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী আজাদ আহমেদের কাছে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির পর তিনি ২০১৮ সালের ২ জুলাই সম্পদ বিবরণী দাখিল করেন। দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৪১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ১৫১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব প্রদর্শন করেন। কিন্তু এ হিসাব যাচাইয়ের সময় আজাদ আহমেদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে ১৬ কোটি ১৮ লাখ ৮২ হাজার ৫৭১ টাকার অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।
একইভাবে আপন জুয়েলার্সের আরেক মালিক দিলদার আহমেদ সেলিম একই তারিখে দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ৮৮ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা সম্পদের হিসাব দেখান। দুদকের অনুসন্ধানে তার জ্ঞাত আয় বহির্ভূত ৫৯ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার ৪০২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গত ৬ জুলাই আপন জুয়েলার্সের আরেক মালিক গুলজার আহমেদের বিরুদ্ধে ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।