X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আপন জুয়েলার্সের ২ মালিকের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১৯:৩৩আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৯:৩৩

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম ও আজাদ আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, আপন জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী আজাদ আহমেদের কাছে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির পর তিনি ২০১৮ সালের ২ জুলাই সম্পদ বিবরণী দাখিল করেন। দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৪১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ১৫১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব প্রদর্শন করেন। কিন্তু এ হিসাব যাচাইয়ের সময় আজাদ আহমেদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে ১৬ কোটি ১৮ লাখ ৮২ হাজার ৫৭১ টাকার অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।

একইভাবে আপন জুয়েলার্সের আরেক মালিক দিলদার আহমেদ সেলিম একই তারিখে দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ৮৮ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা সম্পদের হিসাব দেখান। দুদকের অনুসন্ধানে তার জ্ঞাত আয় বহির্ভূত ৫৯ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার ৪০২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ জুলাই আপন জুয়েলার্সের আরেক মালিক গুলজার আহমেদের বিরুদ্ধে ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
সর্বশেষ খবর
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে