প্রাইভেট কার চালিয়ে ঢাকায় আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন তপন কুমার মন্ডল নামে এক চিকিৎসক। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করলে রবিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রবিবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
চিকিৎসক তপন কুমার মন্ডল গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল সহযোগী অধ্যাপক।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
ভাঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) খায়রুল আলম জানান, ঢাকামুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কাশিয়ানী গেরাখোলা এলাকায় গাছের সঙ্গে লাগিয়ে দিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে ওই চিকিৎসককে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িটি উদ্ধার করা হয়েছে। তিনি গাড়িতে একাই ছিলেন।