X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শিশু অধিকার সুরক্ষায় ‘কনসার্ট ফর চিলড্রেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ১৫:৪২আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৫:৪২

আগামী ৩০ নভেম্বর শিশু অধিকার সুরক্ষায় প্রচারণার লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ‘শিশু অধিকার ও সুরক্ষা ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট ফর চিলড্রেন’। শিশু, অভিভাবকসহ সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এই আয়োজন করতে যাচ্ছে ‘শিশুর জন্য’ ফোরাম।

বুধবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শিশুর অধিকার ও সুরক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে অবহিতকরণে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

গুড নেইবারস বাংলাদেশের সহযোগিতায় মিট দ্য প্রেস অনুষ্ঠানটি আয়োজন করে এক রঙা ঘুড়ি, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং অপরাজেয়-বাংলাদেশ।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন গুড নেইবারসের কান্ট্রি ডিরেক্টর মাইনুদ্দিন মাইনুল। তিনি বলেন,  শিশু অধিকার ও সুরক্ষায় নিয়োজিত উন্নয়ন সংস্থা এক রঙা ঘুড়ি, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, অপরাজেয়-বাংলাদেশ এবং গুড নেইবারস বাংলাদেশকে নিয়ে গঠিত হয়েছে ‘শিশুর জন্য' ফোরাম। এই ফোরাম সব শিশুর জন্য সমান অধিকার নিশ্চিতকরণে কাজ করবে।

কন্যাশিশু এডভোকেসি ফোরামের তথ্য তুলে ধরে তিনি বলেন, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসের একটি পরিসংখ্যানে দেখা যায় উল্লিখিত সময়ে যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে ৩২৯ জন, শিশু বিবাহের শিকার হয়েছে ২৬০ জন, ধর্ষণের শিকার হয়েছে ৪৯৩ জন, আত্মহত্যার শিকার হয়েছে ১৮১ জন।

তিনি বলেন, এসব অবস্থা বিবেচনা করে আমাদের সমন্বিতভাবে শিশু অধিকার নিয়ে আরও বেশি কাজ করা দরকার। সব বিষয় বিবেচনায় রেখে আমরা ‘শিশুর জন্য’ ফোরামের পক্ষ থেকে আগামী ৩০ নভেম্বর ‘শিশু অধিকার ও সুরক্ষা ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট ফর চিলড্রেন’ আয়োজন করতে যাচ্ছি।

গুড নেইবারসের এই ডিরেক্টর বলেন, কনসার্টের মাধ্যমে আমরা ২ হাজার ৫০০ মানুষকে শিশু অধিকার সম্পর্কে সরাসরি সচেতনতা সৃষ্টি, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্তত এক মিলিয়ন মানুষের মাঝে শিশু অধিকার বিষয়ক বার্তা পৌঁছাতে চাই।

তা ছাড়া কনসার্টের মাধ্যমে প্রাপ্ত তহবিলের মাধ্যমে ৫০০ জন সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা সহযোগিতা ও ৫০০ সুবিধাবঞ্চিত কিশোরীকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করা হবে। একই সঙ্গে গৃহশ্রমে নিয়োজিত ৩০০ কন্যাশিশুর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই।

এ সময় কনসার্টের স্থান নিয়ে অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না বলেন, বাংলা একাডেমিতে কনসার্টের সম্ভাব্য স্থান নির্বাচন করা হয়েছে। তবে কনসার্টের আগে আরেকটি সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে সবকিছু আবার জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না, এক রঙা ঘুড়ির নির্বাহী পরিচালক এস এম মাসুদুল ইসলাম, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়া প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
মাউশির ৪ পদের চূড়ান্ত ফলের দাবি
এনবিআরের অচলাবস্থা নিরসনে জরুরি হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা
৮ আগস্ট ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
সর্বশেষ খবর
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক