X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশন

ঢাবি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৩, ২২:৫৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২২:৫৯

সকল ধরনের চাকরিতে প্রবেশের বয়সসীমা নূন্যতম ৩৫ বছর করার দাবিতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশনে বসেছেন ‘৩৫ চাই আন্দোলন’-এর চাকরি প্রার্থীরা।

বুধবার (২৫ অক্টোবর) বিকালে আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভর নেতৃত্বে এক নারীসহ পাঁচ জনের একটি দল আমরণ অনশনে বসেন। তারা মুখে স্কচ ট্যাপ লাগিয়ে অনশন করছেন।

সঙ্গে থাকা সহকর্মীরা জানান, দাবি না আদায় হওয়া পর্যন্ত অনশনকারীরা কারো সঙ্গে কথা বলবেন না, কোনও খাবারও গ্রহণ করবেন না। অনশনকারী বাকি চারজন হলেন-আবুল খায়ের, মো. আনোয়ার, রোজীনা আক্তার রোজী এবং ইসমাইল হোসেন।

‘৩৫ চাই আন্দোলন’-এর সদস্য সচিব মো. রাসেল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের কথা কানে তুলছেন না। আমরা গত ৬ অক্টোবর জাতীয় শহীদ মিনারে শিক্ষার্থী সমাবেশ করি। সেখান থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তার কার্যালয়ে যাওয়ার জন্য রওনা দিলে শাহবাগ মোড়ে পুলিশ পথরোধ করে। সেখানে রমনা জোনের এডিসির সঙ্গে আমাদের কথা হয়। তিনি আমাদের প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী বা তার মুখপাত্রের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর ৮ অক্টোবর আমরা প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি ঘোষণা দিয়েছি। আমাদের দাবি না মানলে আমরা আমরণ অনশন করবো। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে এই অনশন কর্মসূচি।’

তিনি আরও বলেন, ‘সারা দেশেই আমরা মানববন্ধন কর্মসূচি দিয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। গত নির্বাচনে সময় ইস্তেহার দিলেও আরেকটি নির্বাচন এসে গেলেও দাবি বাস্তবায়নের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। আশা থাকবে আমাদের দিকে তাকিয়ে দাবি মেনে নেবে।’

মুখে স্কচ ট্যাপ দিয়ে শিশু সন্তানসহ অনশন করছেন রোজিনা আক্তার রোজী। তার সঙ্গে কথা বলতে চাইলে ইশারায় জানান, দাবি আদায় না  হওয়া পর্যন্ত তিনি মুখ খুলবেন না।

/আরআইজে/
সম্পর্কিত
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা