রাজধানীর পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুরে দিকে পল্টন থানাধীন বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এসময় মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটান তারা।
ককটেল বিস্ফোরণের পর তারা একটি প্রাইভেটকার ভাঙচুরের চেষ্টা করেন। পরে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি ভাঙচুরের হাত থেকে রক্ষা করে বলে জানান ওসি সালাউদ্দিন।