X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা দাবি পোশাকশ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৩, ১৫:৫৫আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৫:৫৫

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়।

পোশাকশ্রমিক হত্যার বিচার, পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, হত্যার শিকার শ্রমিকদের পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ, শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর হয়রানি, ছাঁটাই, নির্যাতন বন্ধের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে যেভাবে পুলিশ ও মালিকদের গুন্ডা বাহিনী হামলা করেছে, তা খুবই ন্যক্কারজনক। শ্রমিক হত্যা করা হয়েছে, অসংখ্য শ্রমিক আহত হয়েছেন। এই রকম পরিস্থিতিতে শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর চলছে হয়রানি, ছাঁটাইয়ের হুমকি এবং শিল্প পুলিশের নির্যাতন। 

বক্তারা বলেন, আমরা বলতে চাই, এটা পুরোপুরি একটা স্বৈরতান্ত্রিক শাসনের চেহারা। শ্রমিকদের স্বার্থের পরিপন্থি তৎপরতার মাধ্যমে কখনোই উৎপাদনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। ফলে মূল্যবৃদ্ধির বাজারে পাঁচ বছর পার হয়ে গেলেও যখন মজুরি বৃদ্ধির কোনও ঘোষণা না পেয়ে শ্রমিকরা এই আন্দোলনে রাজপথে নেমেছেন, তা শতভাগ যৌক্তিক ও ন্যায্য। তাই অবিলম্বে শ্রমিক হত্যাকারী ও হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

সমাবেশে সংগঠনের নেতারা পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকার দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের সর্বস্তরের শ্রমজীবী, মেহনতি ও সচেতন জনসাধারণের প্রতি এই আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মানস নন্দী ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশ কাঁটাতারে ঝুলছে: গয়েশ্বর চন্দ্র
ভারতের ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে সরকার: রিজভী
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে বাসদ
সর্বশেষ খবর
‘আমি এমন একজনের সঙ্গে প্রেম করি যার সংসার আছে’
‘আমি এমন একজনের সঙ্গে প্রেম করি যার সংসার আছে’
সকালে ঢাকায় ঝুম বৃষ্টি, হতে পারে রাতেও
সকালে ঢাকায় ঝুম বৃষ্টি, হতে পারে রাতেও
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা