X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রক্তের সন্ধান দেবে ‘বাঁধন অ্যাপ’

ঢাবি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ১৭:৫২আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৭:৫২

প্রয়োজনীয় মুহূর্তে রক্তের সন্ধান দেওয়ার জন্য রক্তদাতাদের সংগঠন বাঁধন একটি সুপরিচিত নাম। সারাদেশে রয়েছে তাদের সেবা। এখন সেই সেবা আরও সহজ করে দিতে সংগঠনটি চালু করেছে অ্যাপ। সংগঠনের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়েছে ‘বাঁধন অ্যাপ’। এর মাধ্যমে রক্তগ্রহীতা সরাসরি অ্যাপের মাধ্যমে রক্তদাতার তালিকা পাবেন এবং যোগাযোগ করে কাঙ্ক্ষিত রক্তের ব্যবস্থা সহজেই করতে পারবেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অ্যাপের উদ্বোধন করা হবে। বুধবার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরা হয়।

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকিব আহমেদ লিখিত বক্তব্যে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত বলেন। তিনি জানান, অ্যাপটি অ্যান্ড্রয়েড গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এবং দ্রুত সময়ে অ্যাপল স্টোরেও আনা হবে। অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে হবে। রক্তদাতা তার চাহিত তথ্য সেখানে দেবেন এবং অন্যদিকে রক্তগ্রহীতাও যাবতীয় তথ্য দেবেন। রক্ত পেতে একটি ডিজিটাল চাহিদাপত্র পূরণ করতে হবে। সেখানে রক্তের গ্রুপ, যে হাসপাতালে রোগী ভর্তি আছে অর্থাৎ যে স্থানে গিয়ে রক্ত দিতে হবে সেই হাসপাতালের নাম ইনপুট দিতে হবে। ফলে রোগীর অবস্থানের ওপর ভিত্তি করে আশেপাশের  রক্তদাতার সন্ধান পাওয়া যাবে।

সার্চ করার পর অ্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে পাঁচ জন রক্তদাতার তথ্য সরবরাহ করা হবে। প্রদর্শিত নম্বরে কল করার পর যদি রক্তদাতাকে না পাওয়া যায়, তাহলে পুনরায় আরও পাঁচ জনের তথ্য চলে আসবে। এভাবে একবারে সর্বোচ্চ ২৫ জনের তথ্য পাওয়া যাবে। এতেও যদি রক্তদাতার সন্ধান না পাওয়া যায় তাহলে হাসপাতালের ঠিকানা অনুসারে পার্শ্ববর্তী বাঁধন ইউনিটে চাহিদাটি স্বয়ংক্রিয়ভাবে হস্তান্তর করা হবে এবং ইউনিট অ্যাপ বহির্ভূত ডোনার লিস্ট থেকে চাহিদাকৃত রক্ত সংগ্রহ করার চেষ্টা করবে।

এছাড়া অ্যাপে কেউ চাইলে জরুরি প্রয়োজনে সর্বোচ্চ সাত দিন আগে কোনও রক্তদাতাকে বুকিং দিয়ে সংরক্ষিত রাখতে পারবেন। বুকিং ডেট শেষ হওয়ার পর সংরক্ষিত রক্তদাতা আবার উপযুক্ত রক্তদাতার তালিকায় চলে আসবেন এবং অনুসন্ধানের আওতায় আসবেন।

রক্তদানের পর থেকে ১২০ দিন পর্যন্ত ডোনারদের বারবার কল করা পরিহার করতে ডোনার রক্তদান সম্পর্কিত তথ্য হালনাগাদ করবেন। ফলে রক্তদানকারী বারবার কল পাওয়া থেকে রেহাই পাবেন।

অসুস্থতা ও জরুরি প্রয়োজনে রক্তদাতা নিজেকে রক্তদানের লিস্ট থেকে সাময়িক বা স্থায়ীভাবে অবমুক্ত করতে পারবেন। আবার রক্তদাতা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে উপযুক্ত রক্তদাতার তালিকা থেকে নিজেকে বিরত রেখে অনুসন্ধানের আওতামুক্ত থাকতে পারবেন।

রকিব আহমেদ আরও জানান, প্রাথমিক পর্যায়ে অ্যাপে সারা দেশের ৬৪ টি জেলা থেকে প্রায় ৬০ হাজার রক্তদাতার তথ্য ইনপুট দেওয়া হয়েছে এবং এটি প্রতিদিন বাড়ছে। রক্তদাতার তথ্যের পাশাপাশি দেশের ৬৪ জেলার দুই হাজার হাসপাতালকে অ্যাপের ডেটাবেজে সংরক্ষণ করা হয়েছে। স্থায়ী ও বর্তমান ঠিকানার আলোকে অনুসন্ধান করা হলেও শিগগিরই অ্যাপে লাইভ লোকেশন অনুসন্ধান চালু করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাঁধনের কেন্দ্রীয় উপদেষ্টা কুরবান আলী ও মো. তাজুল ইসলাম, বাঁধনের সভাপতি ফাহিম হোসেন ও সাধারণ সম্পাদক আলামিন আলী।

/এফএস/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা প্রতিহত করা হবে: ঢাবি উপাচার্য
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
সর্বশেষ খবর
দলের কাছে অধিনায়ক মিরাজের প্রত্যাশা...
দলের কাছে অধিনায়ক মিরাজের প্রত্যাশা...
জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে দোয়া মাহফিল করে তোপের মুখে খুলনার ডিসি
জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে দোয়া মাহফিল করে তোপের মুখে খুলনার ডিসি
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল