রাজধানীর গুলিস্তানের পুলিশ হেডকোয়ার্টারের পেছনে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার জানান, আজ বেলা ২টা ৫৩ মিনিটে গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠাই। সেখানে পৌঁছে প্রায় ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায়ান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।