আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় পরিবর্তন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এ সময়সীমা পরিবর্তন করা হয়।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬ এর ৩১ (ক) অনুচ্ছেদে বর্ণিত লাইসেন্স নবায়নের সময়সীমা শুধু ২০২৩ সালের লাইসেন্স নবায়নের জন্য ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১৫ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো।