X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রার্থীদের নির্বাচনি হলফনামা খতিয়ে দেখবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্য যাচাই করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগের তুলনায় যাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব মো. মাহবুব হোসেন এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করে থাকে বাংলাদেশ। দিবসটি উদযাপনের জন্য দুর্নীতি দমন কমিশন কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্ননের ক্ষেত্রে দুর্নীতি বড় বাধা। যা সমাজের উন্নয়নের সব ক্ষেত্রকে দুর্বল করে। এটি আইনের শাসনকে বিঘ্নিত করে, দারিদ্রতাকে উস্কে দেয়, সম্পদের অবৈধ ব্যবহার সহজতর করে এবং সশস্ত্র সংঘাতের জন্য অর্থায়ন করে শান্তি প্রক্রিয়া বিনষ্ট করে।

তিনি আরও বলেন, ইউনাইটেড ন্যাশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবসের এবারের প্রতিপাদ্য-‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’। দুর্নীতির বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করাই এর মূল লক্ষ্য।

দুদক সচিব বলেন, ইউনাইটেড নেশন্স কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক) এর আলোকে বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশের আলোকে ২০১৭ সাল থেকে দুর্নীতি দমন কমিশন জাতীয় পর্যায়ে সারা দেশে দিবসটি উদযাপন করে আসছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুদকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধান বিচারপতিসহ অনেকেই থাকবেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে দুদকের ২ মামলা
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ