X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বসন্ত ও ভালোবাসার ছোঁয়া মেট্রোরেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৯

আজ একইসঙ্গে পালিত হচ্ছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। পাশাপাশি সরস্বতী পূজাও। বিশেষ এই দিনটিকে ঘিরে রাজধানীতে এখন উৎসব আমেজ। প্রতিবছরের মতো এবারও সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে সব বয়সী নারী-পুরুষ দিনটি উদযাপনে ভিড় জমিয়েছেন। কেউ বের হয়েছেন প্রিয় মানুষ, কেউ পরিবার-স্বজন, কেউ বা বন্ধুবান্ধব নিয়ে। এবার সবার ঘুরে বেড়ানো সহজ করেছে মেট্রোরেল। পুরোপুরি মেট্রোরেল চালু হওয়ায় এখন স্বস্তিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, চন্দ্রিমা উদ্যানসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাওয়া-আসা করার সুযোগ পাচ্ছেন ঘুরতে বের হওয়া মানুষেরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) কয়েকটি মেট্রোরেল স্টেশন ঘুরে দেখা যায়, নিয়মিত যাত্রীদের সঙ্গে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পরিবার-পরিজন ও প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে বের হওয়া যাত্রীর সংখ্যা চোখের পড়ার মতো। এদিন সারাক্ষণই স্টেশনগুলোতে যাত্রীদের আনাগোনা চলছে। হলুদ আর লাল শাড়ি, পাঞ্জাবিতে রঙ পেয়েছে স্টেশনগুলো।

বসন্তের রঙের ছোঁয়া লেগেছে মেট্রোরেলেও

মিরপুর-১০ নম্বর স্টেশনে বান্ধবীদের সঙ্গে এসেছেন সুমনা সুমি। উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন। তিনি বলেন, ‘মেট্রোরেলের কারণে সবচেয়ে সুবিধা হয়েছে ফেরার কোনও চিন্তা করতে হচ্ছে না। বাসা থেকে ওই প্ল্যান করেই বের হয়েছি। এবার কোনও আক্ষেপ থাকবে না বইমেলা-টিএসসি ঘোরা নিয়ে। আগে দিনের শুরুটা সুন্দর হলেও বাসায় ফিরতে গিয়ে সব আনন্দ মাটি হয়ে যেতো। এবার তা হবে না।’

বিকালে বিজয় সরণি স্টেশন থেকে বের হওয়া আরেক যাত্রী রোদেলা মিতু বলেন, ‘বিশেষ দিনগুলোতে কোথাও ঘুরতে বের হলে মেয়েদের জন্য বড় চ্যালেঞ্জ যাতায়াত করা। কারণ এই দিনগুলোতে অনেকেই বের হন। আবার নিয়মিত যাত্রীরাও থাকেন। বাসগুলোতে বসার জায়গা থাকে না। বিশেষ করে সন্ধ্যায় বাড়ি ফেরা নিয়ে খুব অসহায় লাগতো। রিকশা নিতে চাইলেও ভাড়া বেশি দিতে হতো। এবার সেসব চিন্তা ছাড়াই বাসা থেকে বের হয়েছি। নারীদের জন্য নিরাপদে যাতায়াতে মেট্রোরেল এখন ভরসার জায়গা।’

পরনে বসন্তের শাড়ি, মাথায় ভালোবাসার ফুল। উঠছেন মেট্রোরেলে

অন্যান্য স্টেশনের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ও শাহবাগ স্টেশনে বসন্তের উৎসব বেশি ছড়িয়েছে। বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্কসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা আয়োজন থাকায় রাজধানীর বিভিন্ন স্থান থেকেই অনেকে ঘুরতে আসছেন এখানে।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে আসা সাখাওয়াত ফাহাদ বলেন, ‘বেশি দূর থেকে আসিনি। তবে নিচে অনেক জ্যাম। রিকশা নিয়েও লাভ হতো না। তাই সচিবালয় থেকে মেট্রোরেলে চলে এলাম। উৎসব সর্বজনীন, মেট্রোরেল একটি গণপরিবহন, তাই যেকোনও উৎসবে মেট্রোরেলও সাজবে, এটাই স্বাভাবিক।’

এদিকে সকাল থেকেই মেট্রোরেলের প্রায় প্রতিটি স্টেশনে প্রচুর যাত্রীর উপস্থিতি লক্ষ করা গেছে। নিয়মিত যাত্রী যেমন ছিল তেমন বিশেষ দিনটিকে কেন্দ্র করে আসা মানুষও ছিল অনেক। প্রতিটি একক টিকিট কাটার মেশিনের সামনে ছিল যাত্রীদের লম্বা লাইন। এতে টিকিট কাটতে লম্বা সময় অপেক্ষা করতে হয় তাদের। তবু স্বস্তির কারণে এক স্থান থেকে আরেক স্থানে যেতে মেট্রোরেলকেই বেছে নিচ্ছেন নগরবাসী।

ছবি: প্রতিবেদক

/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
লাভ বার্ড পাচারের অভিযোগে আটক এক বাংলাদেশি
ফুল দোকানিদের প্রত্যাশা পূরণ করেনি বসন্ত ও ভালোবাসা দিবস
দর্শনার্থীদের ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি বইমেলায়
সর্বশেষ খবর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড