X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

প্রথমবারের মতো এনআরবি’র সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

ঢাবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৬

বিদেশে অবস্থানরত বাঙালি, বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক (পিবিও) ও অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) প্রথম সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী এই আয়োজন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ভাষা শহীদ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলন এ সব তথ্য জানানো হয়। বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের এ আয়োজন করতে যাচ্ছে।

সংবাদ সম্মেলন জানানো হয়, ২২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

দ্বিতীয় দিন দুই অধিবেশনে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে। তৃতীয় দিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ সম্মেলনে আলোচনা পর্বের সঙ্গে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য এনআরবি ও পিবিও থেকে ১২ ক্যাটাগরিতে ২৫ জনকে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সম্মাননা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ড. রতন সিদ্দিকী সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সামগ্রিক কথা সাহিত্যে ড. আব্দুল নূর, কবিতায় শামস আল মমীন, প্রবন্ধ গবেষণায় প্রবীর বিকাশ সরকার, অনুবাদ সাহিত্যে আনিসুজ্জামান, সামগ্রিক নাটকে ঋর্ণা চৌধুরী, নাটকে গোলাম সারওয়ার হারুন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় ড. নূরুন নবী ও তাজুল ইসলাম, সাংবাদিকতায় (সামগ্রিক) সৈয়দ মোহাম্মদউল্লাহ ও সৈয়দ নাহাস পাশাকে সম্মাননা দেওয়া হবে।

এছাড়া শিল্প-সংস্কৃতিতে (সামগ্রিক) অধ্যাপক পবিত্র সরকার, রতন বসু মজুমদার, এস এম নুরুল আলম (লাল), শামস আহমেদ, চিত্রকলায় (সামগ্রিক) মনিরুল ইসলাম, তাজুল ইমাম, সংগঠক হিসেবে কিরনময় মন্ডল, গৌরি চৌধুরী, আহমেদ হোসেন, সিরাজুস সালেকিন, আবির আলমগীর, কামরুন জিনিয়া, শিল্প সংস্কৃতিতে (প্রতিষ্ঠান) টরন্টো ফিল্ম ফোরাম, প্রবাসী লেখকদের গ্রন্থ প্রকাশে অবদান রাখায় ওসমান গণি (আগামী প্রকাশনা), বিদেশিদের বাংলা ভাষায় সাহিত্য রচনায় অবদান রাখায় নাওমি ওয়াতানাবে সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা পাবেন।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, পার্থ সারথী, এনআরবি ঢাকা কনফারেন্সের সভাপতি এম ই চৌধুরী শামীম এবং প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।

/আরকে/
সম্পর্কিত
নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ জরুরি: বিএসআরইএ
ইইউবির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
মাউশির ৪ পদের চূড়ান্ত ফলের দাবি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল