X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পিস্তল হাতে ছবি তুলে অস্ত্র মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ডাকাতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫২

টার্গেট ব্যক্তির হাতে পিস্তল ধরিয়ে দিয়ে ছবি তুলতো একটি চক্র। অস্ত্র মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে করতো ডাকাতি। এভাবে রাজধানীর ডেমরার সুফিয়া কামাল ব্রিজের ওপর ডিবি পরিচয়ে এক ব্যক্তির সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতি করে ওই চক্রটি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলো– আবুল কাশেম জাহিদ (৪৫) ও মোস্তাফিজুর রহমান (৩৯)। তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস, তিনটি গাড়ি, একিটি মোটরসাইকেল ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ বলেন, ‘আমরা প্রায়ই শুনি, বিদেশ থেকে কেউ এলে তাদের গাড়ি আটকিয়ে ডিবি পরিচয়ে টাকা-পয়সা ও স্বর্ণ লুট করা হয়। গত বছরের ৯ অক্টোবর ডিএমপির ডেমরা থানায় এমন একটি অভিযোগে মামলা করেন মো. জাকির হোসাইন (৪২) নামে এক ভুক্তভোগী।

মামলার এজাহারের তথ্য তুলে ধরে হারুন অর রশীদ বলেন, ‘গত বছরের ৮ অক্টোবর বিকালে জাকির হোসাইনকে বহন করা একটি গাড়ি ডেমরা থানার সুফিয়া কামাল ব্রিজে পৌঁছালে পেছন থেকে একটি কালো রঙয়ের মাইক্রোবাস ওই প্রাইভেটকারের গতি রোধ করে। পরে পাঁচ থেকে ছয় জন অজ্ঞাত ব্যক্তি মাইক্রোবাস থেকে নেমে ডিবি পুলিশ পরিচয়ে জাকিরের প্রাইভেটকারটি থামায়। ভুক্তভোগীসহ তার সঙ্গী সজিবকে নিজেদের মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে তাদের চোখ-মুখ বাঁধে এবং হাতে হ্যান্ডকাপ পড়ায়।’

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘ওই দিন নারায়নগঞ্জের রূপগঞ্জের যমুনা ব্যাংক থেকে ভুক্তভোগী ৩৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা ছিনিয়ে নেয় চক্রটি। পরে জাকির ও সজিবকে মারধর করে, হত্যার হুমকি দেয়, পিস্তল হাতে ধরিয়ে দিয়ে ছবি তোলে। বাড়াবাডি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুকমি দেয়। কিছুক্ষণ গাড়িটি এদিক-সেদিক ঘোরাঘুরির পর জাকির ও সজীবকে চোখ-মুখ বাঁধা অবস্থায় রূপগঞ্জ থানার পূর্বাচল প্রজেক্টের ২১ নম্বর সেক্টরে সামনে নামিয়ে দেয় তারা।’

তিনি আরও বলেন, ‘ডেমরা থানার এই অভিযোগ সূত্রে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে কয়েক জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আবুল কাশেম জাহিদ ও মোস্তাফিজুর রহমান অন্যতম ডাকাত।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!