X
রবিবার, ২১ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় এক পশলা ঝুম বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৪

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে পান্থপথ, পল্টন, মিরপুর, মতিঝিলসহ রাজধানীর বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঢাকার বাইরের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানা যায়। আগামী তিন দিন অর্থাৎ শনিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি, ছবি: আবির হাকিম

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হাতিয়ায় ২৩ মিলিমিটার। এছাড়া বরিশালে ১৫, চাঁদপুরে ৭, ভোলা ও রাজারহাটে ৩, ফেনী, শ্রীমঙ্গল,  ডিমলা ও মাদারীপুরে ১, রংপুর, যশোর,  চুয়াডাঙ্গা ও দিনাজপুরে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, ঢাকা, গোপালগঞ্জ, সৈয়দপুর, ময়মনসিংহ ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর আকাশজুড়ে ছিল মেঘ, ছবি: ফয়সল রাজিব আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা (১-২ সেলসিয়াস) বাড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় তা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজধানীতে বৃষ্টি ও যানজট, ছবি: আবির হাকিম এদিকে শনিবারের পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
সর্বশেষ খবর
বিএনপির কোনও নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া হয় না: পররাষ্ট্রমন্ত্রী
বিএনপির কোনও নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া হয় না: পররাষ্ট্রমন্ত্রী
গরমে সুপেয় পানি নিয়ে সাধারণ মানুষের পাশে পুলিশ
গরমে সুপেয় পানি নিয়ে সাধারণ মানুষের পাশে পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ টাকা
ফেসবুকে উসকানিমূলক পোস্ট, হিন্দু মহাজোট ‘নেতা’ পুলিশ হেফাজতে
ফেসবুকে উসকানিমূলক পোস্ট, হিন্দু মহাজোট ‘নেতা’ পুলিশ হেফাজতে
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও