X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বইমেলায় ড. হাসিনুর রহমান খানের ‘ডেটা সায়েন্স কী, কেন, কীভাবে?’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাসিনুর রহমান খানের গ্রন্থ ‘ডেটা সায়েন্স কী, কেন, কীভাবে?’। ১৮৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন, মূল্য ৪৪০ টাকা। প্রচ্ছদ করেছেন মোহসিনা সিথী।

বইটি সম্পর্কে ঢাবি অধ্যাপক ড. হাসিনুর রহমান খানের ভাষ্য, ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অভূতপূর্ব বিস্তার সূচনা করেছে ডিজিটাল বিপ্লব। কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকরভাবে তথ্য ব্যবহার করার জন্য ডেটা সায়েন্স ডিজিটাল বিজ্ঞানের এই যুগে অপরিহার্য বিষয় হিসেবে দেখা দিয়েছে। ডিজিটাল প্রযুক্তির আবির্ভাব এবং ইন্টারনেট অব থিংস (IoT) তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত এবং সহজতর করেছে। ফলশ্রুতিতে তথ্য উপাত্তকে একটি মূল্যবান সম্পদে পরিণত করেছে। ডেটা সাইন্টিস্টরা এই অমূল্য তথ্যগুলোকে পরিসংখ্যান, গণিত, তথ্য ব্যবস্থাপনা এবং বিশ্লেষণের দক্ষতা দিয়ে ব্যবসায়িক চাহিদার উপর ভিত্তি করে বিশেষ অন্তর্দৃষ্টিমূলক উদ্দেশ্যগুলোকে সমাধানের জন্য ব্যবহার করে থাকেন। বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য এবং কলার বিভিন্ন শাখা বা ডোমেন জুড়ে জ্ঞাত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলোকে সহজতর করেন।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, নতুন প্রজন্মের ডেটা সায়েন্সকেন্দ্রিক আকাঙ্ক্ষিত চিন্তাধারা এবং ক্যারিয়ার বা কর্মজীবন বিকাশের শুরুর দিকের দরকারি পরামর্শ থাকায় এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বইটিতে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, বিগ ডেটা কী এবং এদের মধ্যে যুগপৎ সম্পর্ক কেমন; ডেটা সাইন্টিস্টদের কাজ কি; ডেটা সাইন্টিস্ট হতে হলে কী ধরনের দক্ষতা এবং গুণাবলি থাকা দরকার, কিভাবে সেগুলি অর্জন করা সম্ভব, অর্জনের জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া দরকার, কী কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা দরকার; গণিত, পরিসংখ্যান এবং কম্পিউটার বিজ্ঞানের কোন কোন বিষয়ের সমন্বিত জ্ঞান অর্জন করা দরকার; দেশে এবং বিদেশে কোথায় কোথায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে প্রভৃতি বিষয়ে বিষদ আলোচনা করা হয়েছে।

এছাড়া ডেটা সাইন্টিস্ট হওয়ার চ্যালেঞ্জগুলো কী কী; ডেটা সাইন্টিস্ট হিসেবে কিভাবে পোর্টফোলিও তৈরি করা উচিত; চাকরি অনুসন্ধানের কৌশল এবং ইন্টারভিউ পরামর্শ সম্পর্কে আলোকপাত; দেশ-বিদেশে চাকরির ক্ষেত্র এবং বাজার কেমন; বিশ্বব্যাপী কিছু সনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান কীভাবে ডেটা সায়েন্স ব্যবহার করে সাফল্য লাভ করেছে তার উদাহরণ; কিছু ডাটা সায়েন্সের কেস স্টাডির উদাহরণ প্রভৃতি বিষয়েও আলোচনা করা হয়েছে।
 
বইটি বইমেলায় সময় প্রকাশনের প্যাভিলিয়ন-৩০ এ পাওয়া যাচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বশেষ খবর
ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে ১২ দলীয় জোট
ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে ১২ দলীয় জোট
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
এমন গরমেও ক্লাস করেছে শিক্ষার্থীরা (ফটোস্টোরি)
এমন গরমেও ক্লাস করেছে শিক্ষার্থীরা (ফটোস্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ