X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হঠাৎ বৃষ্টিতে সড়কে যানজট, ঘরমুখী মানুষের ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মার্চ ২০২৪, ১৯:১০আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২০:৩১

রাজধানীতে সকাল থেকে রাস্তায় যানবাহনের চাপ কম থাকলেও দুপুর গড়িয়ে বিকাল হতেই নামে ঝুম বৃষ্টি। অফিস ছুটি হওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ায় বিভিন্ন পয়েন্টে যেমন যানজট হয়েছে, তেমনি বাড়ছে ঘরমুখী মানুষদের ভোগান্তি।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা পৌনে তিনটার দিকে রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। মুষলধারে বৃষ্টিতে ভিজে গেছে ঢাকার রাস্তাঘাট। বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় যানজট সৃষ্টি হতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। ফলে ভোগান্তিকে সঙ্গে করেই গন্তব্যে ফিরছেন মানুষ।

অসহ্য ভোগান্তিতে যাত্রীদের অনেকে বিভিন্ন মাধ্যমে দুঃখ প্রকাশ করছেন।

বিকাল তিনটার পর থেকে নগরের ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার, শান্তিনগরের প্রধান প্রধান সড়কে যানবাহনের ধীরগতি দেখা গেছে। রাস্তায় পানি জমে থাকায় যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকতেও দেখে গেছে। 

বিমানবন্দর থেকে বিআরটিসি বাসে খামারবাড়ি আসছিলেন বেসরকারি চাকরিজীবী সৈয়দ আহম্মেদ সালেহীন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর গাড়িটি এক টানে এলেও ফার্মগেট ঢালে নামতে গিয়ে ব্রিজের ওপরে আটকে থাকে টানা ২০ মিনিট।

বৃষ্টির পানিতে ডুবে গেছে সড়ক

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, মহাখালীতে দেখলাম রাস্তা ফাঁকা। এদিকে এসে দেখি যানজট। ফার্মগেট নামের আগেই আমাদের বহন করা গাড়িটি আটকে যায় ব্রিজের ওপর। ১৫ থেকে ২০ মিনিট এক জায়গায় দাঁড়িয়ে আছে। কোথাও ফাঁকা আবার কোথাও যানজট। বিষয়টা বুঝতেছি না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টায় জ্যামে আটকে ছিল তাকে বহন করা বাসটি।

আরেক যাত্রী ঝর্ণা রায় বলেন, বৃষ্টি নামার দুই ঘণ্টা পার হয়ে গেলো। এখনও রাস্তায় পানি জমে আছে, সরছে না। রিকশা নিয়ে পানি ভেঙে চলতে হচ্ছে।

জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের বাংলামোটরে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা (টিআই) নিউটন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ বিকালে বৃষ্টির পর থেকেই রাস্তায় যানবাহনের প্রচুর চাপ। আমাদের একটু পর পরই সিগন্যাল ফেলতে হচ্ছে। সকালে রাস্তায় গাড়ির চাপ কম ছিল। মূলত বৃষ্টির কারণেই রাস্তায় যানবাহনের ধীরগতি হওয়ায় এমনটা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর জোনের পুলিশের ট্রাফিক সার্জেন্ট সাফায়েত হোসেন বলেন, বিকালের পর বিভিন্ন অলিগলিতে এলোমেলোভাবে ব্যক্তিগত যানবাহন প্রবেশ করায় ফার্মগেট, বিজয় সরণি ও কাওরান বাজারের দিকে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্ট ফাঁকা রয়েছে, যানবাহনের চাপও কম রয়েছে।

/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ