X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চিড়িয়াখানায় হাতির আঘাতে মাহুতের ছেলের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৪, ১৬:৫৭আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৭:১৬

রাজধানীতে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, আমাদের আজাদ আলি নামে এক হাতির মাহুত আজ সকাল ১১টায় তার ছেলে জাহিদকে নিয়ে হাতির বেষ্টনীর ভেতরে প্রবেশ করে। ওই সময়টা হাতিটির পরিচর্যা করা হচ্ছিল। হঠাৎ নতুন একজনকে দেখে হাতি আতর্কিতে তাকে আক্রমণ করে বসে। হাতিটি মাহুতের ছেলেকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয় বলে জেনেছি।

তিনি বলেন, সাধারণত মাহুতের নিয়ন্ত্রণে হাতি থাকে। তার নির্দেশনাও হাতি মানে। আর এই মাহুত ছাড়া বেষ্টনীর ভেতরে অন্য কারও প্রবেশ নিষেধ ছিল।

মাহুত আজাদ কেন ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করেছেন জানতে চাইলে চিড়িয়াখানার পরিচালক বলেন, যতদূর জেনেছি মাহুত আজাদ বংশ পরম্পরায় এই কাজ করে আসছিল। ঈদে আজাদের ছেলে ঢাকায় এলে তাকে চিড়িয়াখানায় নিয়ে আসে। মাহুত যা বললো তাতে বোঝা যায় তার সচেতনতার কমতি ছিল। মাহুত বোধহয় ভেবেছিল সব স্বাভাবিক থাকবে।

ছেলের মৃত্যুর খবর গোপন রাখার চেষ্টা

সকাল ১১টায় হাতির আক্রমণে ছেলে মারা গেলেও খবরটি জানাননি মাহুত আজাদ। তিনি নিজেই সিএনজি ডেকে ছেলেকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে ছেলেটি মারা যায়। তখন রাস্তা থেকে গ্রামের উদ্দেশে রওনা দেন। পরবর্তীতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানতে পারলে দুপুর ১২টায় মাহুতকে ফোন দিলে তিনি জানান, বিনা অনুমতিতে ছেলেকে প্রবেশ করানোয় বিষয়টি লুকাতে চেয়েছিলেন।

এ বিষয়ে পরিচালক রফিকুল ইসলাম বলেন, সে সম্ভবত চাকরি হারানোর ভয় করছিল। কিন্তু তার উচিত ছিল আমাদের জানানো।

এ ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, চিড়িয়াখানার প্রাণীদের পরিচর্যাকারীদের নির্দেশনা দেওয়া আছে কী কী করা যাবে না। এখন আমরা আবারও সবাইকে নিয়ে কাউন্সেলিং করবো।

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার