X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী ঢাকা

আরমান ভূঁইয়া
১৩ এপ্রিল ২০২৪, ২০:৪২আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ২০:৪২

প্রতিবছর ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যায় ঢাকা। তবে দ্বিতীয় কিংবা তৃতীয় দিনেই সবার কর্মস্থলে ফিরে আসার তাড়া শুরু হয়ে যায়। তাই সাধারণত ঈদের তৃতীয় ও চতুর্থ দিনগুলোতে স্বরূপে ফিরতে শুরু করে রাজধানীর সড়কগুলো। এবছর ঈদুল ফিতরের ছুটির সঙ্গে যুক্ত হয়েছে পহেলা বৈশাখের ছুটি। সব মিলিয়ে এবার লম্বা ছুটি পেয়েছেন কর্মজীবী মানুষরা। ফলে ঈদের তৃতীয়দিন শনিবার (১৩ এপ্রিল) প্রায় ফাঁকা রাজধানী ঢাকা।

যারা বিভিন্ন কাজে ঢাকায় অবস্থান করছেন কিংবা ঢাকার স্থায়ী বাসিন্দা অফিস-আদালত না খোলায় তারাও পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। বাইরে খুব একটা কাজ না থাকায় নেই নগরের চিরচেনা যানজট কিংবা পথচারীদের হাঁটাচলাও। ফাঁকা ঢাকায় হাতে গোনা দুয়েকটি গণপরিবহন, সিএনজি, রিকশা ও কিছু ব্যক্তিগত গাড়ি ছাড়া তেমন কোনও যানবাহনও নেই সড়কগুলোতে। মার্কেট-শপিং মলগুলো বন্ধ, পাড়া-মহল্লার অধিকাংশ দোকান-পাটও এখনও খোলেনি। তবে সকাল থেকে সড়কগুলো জনশূন্য থাকলেও বিকাল থেকে কিছুটা যানচলাচল ও জনচলাচল দেখা মেলে।

শনিবার (১৩ এপ্রিল) রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা ঘুরে দেখা যায় এমন চিত্র। রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা বাজার ক্রেতাশূন্য। সড়কগুলোতেও যেন নিয়মিত বিরতি দিয়ে দিয়ে চলছে যানবাহন। দুয়েকটি গণপরিবহনে হাঁক-ডাকও করেও যাত্রী পাচ্ছে না বাসের হেলপাররা। সিএনজি চালকরা যাত্রী স্বল্পতায় অলস সময় পাড় করছে। রাস্তায় থাকা অধিকাংশ রিকশাই ফাঁকা।

ফাঁকা ঢাকা (ছবি: প্রতিবেদক)

বঙ্গবন্ধু অ্যাভিনিউ নামে একটি বাসের চালক বুলবুল আহমেদ বলেন, ‘ফাঁকা ঢাকায় আমাদের যানজট বা জ্যামে থাকতে হয় না। কিন্তু রাস্তায় যাত্রী নেই। অনেক ডেকেই দুই-একটা যাত্রী পাওয়া যায় না।’

ওই বাসেরই চালকের সহকারী আজম বলেন, ‘উত্তরা থেকে ১০ জন যাত্রী নিয়ে কাওরান বাজার আসছি। ফাঁকা ঢাকায় সময় কম লাগলেও তেল পোড়ানোর টাকাও পাই না।’

এবারের ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল থেকে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। এর পরদিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি ও ১৪ এপ্রিল রবিবার পহেলা বৈশাখের ছুটি। সব মিলে টানা পাঁচ দিন ছুটি পেয়েছেন কর্মজীবীরা। তবে, নগরবাসির ধারণা এ সপ্তাহেও ফাঁকা থাকবে রাজধানী। আগামী সপ্তাহে ঢাকার সেই চিরচেনা রূপে আসতে পারে বলে ধারণা করছেন অনেকে।

কারওয়ান বাজার চায়ের দোকানে অলস সময় পাড় করছে বাদশা নামে এক চাকরিজীবী। তিনি বলেন, ‘করোনাপরবর্তী সময়ে এবার একটি লম্বা ছুটি পাওয়া গেছে। অধিকাশ মানুষ গ্রামের বাড়িতেই ঈদের সঙ্গে বৈশাখ উদযাপন করছেন। আবার অনেকেই ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটিও নিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই রাজধানীবাসীর পুরোপুরিভাবে ঢাকায় ফিরতে আরও সপ্তাহ সময় লাগবে। তাই এই সপ্তাহ ঢাকা অনেকটাই ফাঁকা থাকবে।’

ঢাকার প্রধান সড়কগুলোতে চোখে পড়ছে হাতে গোনা দুয়েকটি যানবাহন (ছবি: প্রতিবেদক)

তেজগাঁও সাতরাস্তা ও মগবাজারে রাস্তাগুলোতে অধিকাংশ সিএনজি ও রিকশা যাত্রীশূন্যে অলস সময় পাড় করছে। আব্বাস মিয়া নামে এক রিকশাচালক বলেন, ‘সকাল থেকে মাত্র ২৫০ টাকা ভাড়া মারছি। রাস্তায় তেমন মানুষ নাই। ঢাকায় এখনও মানুষ ফিরে নাই। পাড়া-মহল্লা সব ফাঁকা, দোকান দোকানপাটও বন্ধ।’

সিএনজি চালক মো. হোসেন বলেন, ‘অন্যান্য দিন জ্যামের কারণে ভাড়া মারতে পারি না। আর এখন ফাঁকা ঢাকায় যাত্রী পাই না।’ তিনি বলেন, ‘আমরা ঢাকা ঈদ করি। বাসায়ও বসে থাকতে ভালো লাগে না। তাই গাড়ি নিয়ে রাস্তা আসছি, যদি একটু-আকটু ভাড়া পাই। কি করবো পরিবারের তো খরচ আছে।’

বেশিরভাগ সড়কই ফাঁকা (ছবি: প্রতিবেদক)

বিজয় সরণি সিগন্যালে দায়িত্ব পালন করছেন এক ট্রাফিক পুলিশ সদস্য মো. রাসেল। ফাঁকা ঢাকায় কেমন সময় পাড় করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা, যানবাহনের চাপ কেমন- জানতে চাইলে তিনি বলেন, ‘রাজধানীর ব্যস্ততম সিগন্যালের মধ্যে বিজয় সরণি অন্যতম। কিন্তু আজ ঈদের তৃতীয় দিন পর্যন্ত রাস্তা ফাঁকা। দুয়েকবার ছাড়া সিগন্যাল তৈরি হয় না। আমাদের যেসব ট্রাফিক পুলিশ সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন, তারা মোটামুটি আরামেই ডিউটি করছেন। গণপরিবহন হিসেবে খুব বেশি বাস সিএনজি নেই, প্রাইভেটকারের সংখ্যাও খুব কম। এছাড়া রাইড শেয়ারিং যেসব মোটরসাইকেলগুলো থাকে সেগুলোও হাতেগোনা কয়েকটা। সব মিলিয়ে ঈদের ছুটি পরবর্তী এখনো ঢাকা ফেরেনি মানুষ। হয়তো পহেলা বৈশাখের পরে যানবাহনের চাপ বাড়তে পারে।’

/ইউএস/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বশেষ খবর
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার