X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ‘হিটস্ট্রোকে’ দুজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ২১:১৯আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২১:১৯

তীব্র তাপদহে রাজধানীতে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২২ এপ্রিল) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় আব্দুল আউয়াল (৪৫) নামে এক রিকশাচালকের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। এর আগে রবিবার মধ্যরাতে যাত্রাবাড়ী এলাকায় ৩০ বছর বয়সী ভবঘুরে এক ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বসাক বলেন, সোমবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) নার্সিং কলেজের পেছনের রাস্তায় (খিচুড়িপট্টি) রিকশা থেকে নিচে পড়ে খিঁচুনি দিয়ে ঘটনাস্থলে অচেতন হয় পড়েন রিকশাচালক আউয়াল। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, তীব্র তাপদহে হিটস্ট্রোকে রিকশাচালক আউয়ালের মৃত্যু হতে পারে। তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে এসআই সুমন বলেন, মৃত আউয়াল রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনের রাস্তায় (খিচুড়িপট্টি) রিকশা থেকে নিচে পড়ে খিঁচুনি দিয়ে ঘটনাস্থলে অচেতন হয় পড়ে।

মৃত আউয়াল হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের মৃত আজম আলীর ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় থাকতেন।

অন্যদিকে রবিবার মধ্যরাতে যাত্রাবাড়ীতে হিটস্ট্রোকে ভবঘুরে অজ্ঞাত পুরুষ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরনে ছিল লাল গেঞ্জি ফুল শার্ট ও পেন্ট।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস মন্ডল জানান, দক্ষিণ শেখদী ৫ নম্বর গলির আবু বক্কর সিদ্দিকের বাড়ির পাশে পাকা রাস্তায় মাথা ঘুরে পড়ে হিটস্ট্রোক করে রাস্তায় পড়ে যান অজ্ঞাত ওই ব্যক্তি।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়।

এসআই তাপস আরও বলেন, মৃতের শরীরে গলা থেকে কোমর পর্যন্ত ব্লেডের অসংখ্য পুরাতন কাটা দাগ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারেন, যুবকটি ভবঘুরে ও নেশাগ্রস্ত ছিলেন।

/এবি/এমএস/
সম্পর্কিত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত