শহরকেন্দ্রিক বিনিয়োগের সঙ্গে সঙ্গে পৌরসভা পর্যায়েও দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহ ও আস্থা অর্জনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, ‘দেশের আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগ বিকেন্দ্রীকরণে ইতিমধ্যেই নানা ধরনের পদক্ষেপ নিয়ে কাজ করছে সরকার।’
মঙ্গলবার (১৪ মে) নরসিংদীর একটি রিসোর্টে মিউনিসিপ্যালিটি কম্পিটিটিভনেস ইনডেক্স (এমসিআই) সম্পর্কিত তিন দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
পৌর শহরে ব্যবসা সহজীকরণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (বিআইসিআইপি)’ চালাচ্ছে বিডা। এই প্রোগ্রামের অধীনে বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকান্টাক্ট কর্তৃক বাস্তবায়িত ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়।
বিডার নির্বাহী চেয়ারম্যান কর্মশালায় জানান, ‘প্রবৃদ্ধি’ প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় সাধনের মাধ্যমে বিডা-কে বিআইসিআইপি-র লক্ষ্য অর্জনে সহায়তা করছে। এতে এমসিআই অন্তর্ভুক্ত করার ফলে এই প্রোগ্রামের বাস্তবায়নে আরও ত্বরান্বিত হবে এবং সেই সঙ্গে নতুন নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের অর্থনীতি উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আবাসিক এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ৭৬টি মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিআইসিআইপি-এর অধীনে প্রতিটি স্তম্ভের সংস্কার এজেন্ডা এবং মিউনিসিপ্যালিটি কম্পিটিটিভনেস ইনডেক্স (এমসিআই) বাস্তবায়ন নিয়ে আলোচনা ও পরামর্শের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করা।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন প্রবৃদ্ধি প্রকল্পের পরিচালক যুগ্মসচিব মো. কামাল হোসেন, বিডা’র মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, এমসিআই-এর মেথডোলজি ডিজাইনার ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. মাসরুর রিয়াজ এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান সেজান প্রমুখ। সমাপনী বক্তব্য দেন বিডা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মোহসিনা ইয়াসমিন।