আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউরিনাল ইনফেকশন এবং জ্বরের কারণে বুধবার (২২ মে) মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বর্তমানে মন্ত্রী অনেকটাই সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।