X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

আনসার আল ইসলামের সদস্যদের নতুন গ্রুপ, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৫:২৪আপডেট : ২৫ মে ২০২৪, ১৫:২৪

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা ‘শাহাদাত’ নামে নতুন গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহসহ দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিল। শুক্রবার (২৪ মে) র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে ওই গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলিস্তান ও নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন (২৫), দুই আঞ্চলিক প্রশিক্ষক জিহাদ হোসেন ওরফে হুজাইফা (২৪) ও আমিনুল ইসলাম (২৫)।

শনিবার (২৫ মে) দুপুরে রাজধানীর কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা আনসার আল ইসলামের সদস্য। বর্তমানে তারা শাহাদাত নামে নতুন গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহসহ দাওয়াতি কার্যক্রম চালাতো। ওই গ্রুপের সদস্য সংখ্যা শতাধিক। আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান ইসমাইল শাহাদাত গ্রুপেরও প্রধান হিসেবে কার্যক্রম চালাচ্ছিল।

ইসমাইলের বরাতে র‌্যাবের কমান্ডার আরাফাত ইসলাম জানান, এই গ্রুপ সালাহউদ্দিন নাসে এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। সে বর্তমানে বিদেশে অবস্থান করছে। গ্রুপের অন্যান্য সদস্য অবস্থান করছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। তারা বিভিন্ন সময় মসজিদ, বাসা বা বিভিন্ন স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা করতো এবং সংগঠনের সদস্যদের শারীরিক কসরত প্রশিক্ষণ দিতো। তারা দেশের বিভিন্ন প্রান্ত বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সাতক্ষীরাসহ ঢাকার আশেপাশের এলাকাকে প্রশিক্ষণের জন্য নির্ধারণ করতো। সংগঠনের অধিকাংশই মাদ্রাসার ছাত্র ও শিক্ষক।

র‍্যাবের মুখপাত্র বলেন, গ্রেফতার ইসমাইল নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় দাওরায়ে হাদিসে অধ্যয়নরত। এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশে অবস্থানরত জঙ্গি নেতা সালাউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রে সে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলামে যোগদান করে দাওয়াতী কার্যক্রম চালাতো। এক পর্যায়ে তাকে সংগঠনের রিক্রুটিং শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

জিহাদ একটি মাদ্রাসার শিক্ষক। সেও প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রুপে বিদেশে অবস্থানরত এক জঙ্গি নেতার সঙ্গে পরিচয় সূত্রে আনসার আল ইসলামে যোগদান করে। এরপর থেকে তার মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রম চালাতে থাকে। পরে সে সংগঠনে আঞ্চলিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পায়।

গ্রেফতার আমিনুল পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগেরমাধ্যমে বিদেশে অবস্থানরত এক জঙ্গি নেতার সঙ্গে পরিচয়সূত্রে সেও সংগঠনে যোগ দেয়। পরে সে তার নিজ এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা শুরু করে। এক পর্যায়ে সে সংগঠনে আঞ্চলিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পায়।

এক প্রশ্নের জবাবে আরাফাত ইসলাম বলেন, ‘সালাউদ্দিন বর্তমানে বিদেশে আছে। সংগঠনটির ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মী সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছিল সে। আমরা অধিকর তদন্তে প্রত্যেকের অবস্থান শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবো।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাজধানীতে ব্যবসায়ীর ৪৬ লাখ টাকা উদ্ধারসহ গ্রেফতার ১
হামলা-নাশকতা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে র‌্যাব
মেঘনায় ১১টি বাল্কহেডে অভিযান চালিয়ে ২২ জন গ্রেফতার
সর্বশেষ খবর
সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
ঘরে থাকা মসলায় বিফ চাপ
ঘরে থাকা মসলায় বিফ চাপ
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!