X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

বিটিভির প্রতিনিধি নিয়োগে এমপিদের মতামতকে প্রাধান্য দেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ১৭:৫৫আপডেট : ২৬ মে ২০২৪, ১৭:৫৫

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের মতামতকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বর্তমান প্রতিনিধির বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) খোঁজ-খবর নেওয়া এবং তাদের জন্য ডিভিও ক্যামেরা সরবরাহ করতে বলেছে কমিটি।

রবিবার (২৬ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিভির জেলা প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে সংসদ-সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেওয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বিটিভির প্রতিনিধিদের খোঁজখবর নেওয়ার জন্য ডিসি অফিসে চিঠি পাঠানো এবং তাদের জন্য ক্যামেরা সরবরাহ করতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

সূত্রে জানা গেছে, বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন সংসদীয় কমিটির সভাপতি কাজী কেরামত আলী। এক সদস্য বলেন, সভাপতি জানিয়েছেন, বর্তমানে বিটিভির যেসব প্রতিনিধি আছেন, তাদের কোনও ধরনের নিয়োগপত্র দেওয়া হয় না। আবার তাদের বেতন না দিয়ে সম্মানী দেওয়া হয়। তাই প্রতিনিধি নিয়োগের বিষয়ে স্থানীয় সংসদ সদস্যদের মতামত নেওয়ার সুপারিশ করেন।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস‌্য ও প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহম্মদ শফিকুর রহমান, আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এবং আবদুচ ছালাম।

মুছে ফেলা হয়েছে ঝিনাইদহ-৪ আসনের তথ্য

সংসদ সচিবালয় থেকে ঝিনাইদহ-৪ আসনটি শূন্য ঘোষণা করা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইটে ওই আসনের তথ্য মুছে ফেলা হয়েছে।

সংসদের ওয়েবসাইটে জাতীয় আসন, সংসদ সদস্যের পাসপোর্ট সাইজের ছবি, তার নাম, রাজনৈতিক দলের বা স্বতন্ত্র নাম ও নির্বাচনি এলাকা উল্লেখ থাকে। নামের ওপর ক্লিক করলে স্থায়ী ও বর্তমান ঠিকানাসহ আরও কিছু তথ্য পাওয়া যায়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সংসদ ভবনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
গাইলেন নন্দিত নৃত্যজুটি শিবলী-নিপা!
কৃষিতে ভর্তুকি কমানোয় সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা
সর্বশেষ খবর
যত্রতত্র কাঁচা চামড়া কেনাবেচা, ৫ ব্যবসায়ীকে জরিমানা
যত্রতত্র কাঁচা চামড়া কেনাবেচা, ৫ ব্যবসায়ীকে জরিমানা
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কোরবানির পশুর বর্জ্যমুক্ত চট্টগ্রাম
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কোরবানির পশুর বর্জ্যমুক্ত চট্টগ্রাম
মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
ঈদের মোনাজাতমর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
হাতের যত্নে একটু সময়
হাতের যত্নে একটু সময়
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ