গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) সিইও প্রফেসর ডা. প্যাট্রিক ভি ভারকুইজেন ওয়াটারএইডের সঙ্গে চট্টগ্রাম পরিদর্শন করেছেন। সোমবার (১০ জুন) তিনি চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (সিডব্লিউএসআইপি)’ শীর্ষক প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ওয়াটার এইডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডা. ভারকুইজেন নিম্ন আয়ের মানুষের সঙ্গে দেখা করেছেন। তাদের সঙ্গে আলাপচারিতায় বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাদের নিজস্ব তৈরি সামাজিক ম্যাপ প্রদর্শন করে পানি ও স্যানিটেশন সম্পর্কিত বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলেন।
প্রকল্প এলাকা পরিদর্শন করে ডা. ভারকুইজেন বলেন, ‘জিসিএ ও ওয়াটারএইড চট্টগ্রামের নিম্ন আয়ের জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে একসঙ্গে কাজ করছে, যাতে তারা স্ব-নির্ভরভাবে তাদের নিজস্ব অভিযোজন পরিকল্পনা তৈরি করতে পারে। আমাদের কাছে সফলতা হলো, তাদের জন্য জলবায়ু ফিন্যান্স বা আর্থিক সংস্থানের সুযোগ তৈরি করা।’
ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ‘সত্যিকার অর্থে নিম্ন আয়ের জনগোষ্ঠীর চাহিদা বোঝার মাধ্যমে আমরা তাদের প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় স্থিতিস্থাপক সমাধান দিতে পারি, চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রকল্পটি এ বিষয়ে একটি উদাহরণ তৈরি করবে।’
সিডব্লিউএসআইপি প্রকল্পটি জিসিএর অর্থায়নে এবং বিশ্বব্যাংক, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে, যার লক্ষ্য হলো চট্টগ্রামের ১৭টি ওয়ার্ডে পানি সরবরাহ ও স্যানিটেশন নেটওয়ার্ক উন্নত করা।
আজ ওয়াটারএইড চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে প্রকল্পের একটি সূচনা কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফাজলুল্লাহ এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন এক্সপার্ট জনাব আরিফ আহমেদ।