পবিত্র ঈদুল আজহা আগামীকাল। আজই কোরবানির পশুর হাটের শেষ তিন। সারা দেশের মতো শেষ দিনে ব্যস্ততা জমে উঠেছে রাজধানীর হাটগুলোতেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে বিক্রেতারা এসেছেন রাজধানীর অন্যতম হাট গাবতলীতে।
তবে এবার হাটের চিত্র কিছুটা আলাদা। বিক্রেতারা বলছেন, হাটে পশুর সরবরাহ বেশি থাকলেও ক্রেতা কম। অনেক ক্রেতারা বলছেন, পছন্দমত গরু কেনার জন্য তাদের যা বাজেটে, হাটে গরুর দাম এর চেয়ে অনেক বেশি। ফলে এখনও কিনতে না পেরে ঘুরছেন তারা। শেষ পর্যন্ত কোরবানির হাটে পশু বিক্রি করতে পারবেন কিনা এই চিন্তায় যেমন বিক্রেতারা, আবার কোরবানির জন্য পশু নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা এই উদ্বেগে ভুগছেন ক্রেতারা।