X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আদালত পাড়ায় এখনও ঈদের ছুটির আমেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৪, ১৪:২১আপডেট : ২০ জুন ২০২৪, ১৪:২১

ঈদের টানা পাঁচ দিন ছুটির পর আদালত খুললেও তেমন জমে ওঠেনি প্রথম ও দ্বিতীয় কার্যদিবস। বৃহস্পতিবার (২০ জুন) খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, বেশ কিছু ম্যাজিস্ট্রেট আদালতসহ ঢাকার অনেক আদালতের বিচারক এখনও রয়েছেন ছুটিতে। বিচারপ্রার্থী ও আইনজীবীদের উপস্থিতিও তুলনামূলক কম দেখা গেছে।

ঈদের ছুটি শেষে বুধবার (১৯ জুন) খুলেছে সরকারি অফিস। ঈদের ছুটিতে যারা দূর-দূরান্তে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গিয়েছেন তাদের অনেকেই দুই-একদিনের অতিরিক্ত ছুটি নিয়েছেন, আগামী রবিবার থেকে কর্মস্থলে ফিরবেন।

ঈদের পর প্রথম ও দ্বিতীয় কর্মদিবসে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে এখনও রয়েছে ঈদের আমেজ। এজন্য আদালতপাড়ায় বিচারপ্রার্থী ও আইনজীবী উপস্থিতিও কিছুটা কম। অনেক মামলার শুনানি হলেও তাতে আইনজীবীরা সময় বাড়িয়ে নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, এখনও অনেকেই ঈদের ছুটিতে প্রিয়জনের সময় কাটাচ্ছেন। এজন্য আদালত পাড়ায় বিচারপ্রার্থী ও আইনজীবী তুলনামূলক কম দেখা যাচ্ছে। আগামী রবিবার থেকে পুরোদমে আদালতের সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা ফিরে পাবে।

ঢাকার জজ কোর্টের আইনজীবী রুহুল আমিন বলেন, গতকাল থেকে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। তবে আজই কোর্টের কার্যক্রম চলছে ঢিলেঢালা। আদালতে মামলা থাকলেও বিভিন্ন কারণ শুনানি হচ্ছে না। আগামী রবিবার থেকে পুরোদমে আদালতের কার্যক্রম শুরু হবে বলে মনে করেন এই আইনজীবী।

ঢাকার জজ কোর্টের আরেক আইনজীবী ফারুক আহমেদ বলেন, আদালত পাড়ায় এখনও ঈদের আমেজ বিরাজ করতে দেখা গেছে। চিরচেনা সেই চাঞ্চল্য ও ব্যস্ততা ছিল না। তবে আইনজীবী ও আদালতে কর্মচারীদের উপস্থিতি ছিল প্রায় স্বাভাবিক। তবে অনেক মামলায় সাক্ষী ও বিচারপ্রার্থীরা না আসায় সময় নিচ্ছেন আইনজীবীরা।

জানা যায়, ঈদ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ছিল। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটিয়েছেন।

 

/এআই/এফএস/
সম্পর্কিত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি