কোটা বিরোধী আন্দোলনের নিষ্পত্তি আদালতের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যএবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সাপ্তাহিক গণবাংলা’র উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফারুক খান বলেন, দেশ আজকে উন্নয়নের দিকে যাচ্ছে। কেউ কেউ দেশের উন্নয়নকে বাধা দেওয়ার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কোটা আন্দোলনের নিষ্পত্তি আদালতের মাধ্যমে করতে হবে। কোটা নিয়ে ছাত্র-ছাত্রী যারা রাস্তায় নেমেছে, তাদেরকে বুঝতে হবে। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনকারীদের কোনও লাভ হবে না, দেশেরও কোনও লাভ হবে না। আন্দোলন করে শিক্ষাজীবন এভাবে নষ্ট করে লাভ হবে না।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজনীতিতে সাহারা আপার অনেক বড় একটা ভূমিকা ছিল। আমাদের আইনগত কোনও সমস্যা হলে আমরা ওনার কাছে যেতাম। উনি যেকোনও সময় আমাদের সাহায্য করতেন।
সাহারা খাতুনকে অনুকরণ করতে মহিলা আওয়ামী লীগের প্রতি আহ্ববান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেন, সাহারা খাতুনকে অনুকরণ করা খুবই কঠিন। মহিলা আওয়ামী লীগ যদি তার দেখানো পথে হাটে, তাহলে আওয়ামী লীগ অনেক উপকৃত হবে।
তিনি বলেন, দলের খারাপ ও বৈরী সময়ে সাহারা খাতুন দল থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আওয়ামী লীগে আজকে সাহারা খাতুনের মতো নেত্রী দরকার।
রাজনীতিতে সাহারা ছিলেন সততা এবং নিষ্ঠার মূর্ত প্রতীক। তিনি খুবই নিষ্ঠাবান ছিলেন। তার মতো নেতা আওয়ামী লীগে খুবই প্রয়োজন।
আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ড. মো. জগলুল কবিরের সঞ্চালনায় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খান, শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রেহানা খানম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শবনম জাহান শিলা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের স-সভাপতি শিরিন নাঈম পুনম, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য লায়ন মশিউর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ নেতারা উপস্থিত ছিলেন।