ছাত্র হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার কথা ছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে সমাবেশ করতে পারেনি তারা। পরে প্রেস ক্লাবের বিপরীতে অবস্থান নিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেছেন উদীচীর শিল্পীরা।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমনে ‘রাষ্ট্রীয় দমন-পীড়ন, নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, হত্যার প্রতিবাদে’ সোমবার (২৯ জুলাই) বিকালে প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ হওয়ার কথা ছিল।
এদিন বিকাল পৌনে ৬টার দিকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রচার ও তথ্যপ্রযুক্তি বিভাগের সম্পাদক কংকন নাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পুলিশের বাধার কারণে সোমবার প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে পারেনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। তবে প্রেস ক্লাবের বিপরীতে অবস্থান নিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেছেন উদীচীর শিল্পীরা।