নিখোঁজ স্বজনদের খোঁজ-খবর জানতে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের (ডিজিএফআই) সামনে ভিড় করেছিলেন তাদের স্বজনরা। এ সময় তারা ‘আয়নাঘরে বন্দিদের’ বিষয়ে জানতে চান। তবে আগামী আগামীকাল বুধবার (৭ জুলাই) সকালে এ বিষয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেছে ডিজিএফআই কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ আগস্ট) মিরপুর-১৪ নম্বরে ক্যান্টানমেন্টের ভেতরে অবস্থিত ডিজিএফআই’র প্রধান কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ এর ব্যানারে দাড়ান স্বজনরা।
এ বিষয়ে মায়ের ডাকের সহপ্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সদ্য মুক্ত সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী এবং মীর আহমদ বিন কাসেমের কাছ থেকে জানতে পেরেছি, ওই ‘আয়নাঘরে’ আরও অনেকে রয়েছেন। সেখানে কারা আটক আছেন, তা জানতে এবং বন্দিদের যেন বিচ্ছিন্নভাবে মুক্তি না দিয়ে একসঙ্গে মুক্তি দেওয়া হয়, সে বিষয়ে কথা বলতে আমরা ডিজিএফআই’র দফতরে গিয়েছিলাম।’
তিনি বলেন, ‘ডিজিএফআই’র পরিচালক (অ্যাডমিন) আজমিন তামজিদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, আগামীকাল এ বিষয়ে জানাবেন।’
ডিজিএফআই’র সদর দফতরে আরও যান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস, বিশিষ্ট ফটোসাংবাদিক শহিদুল আলম এবং নারী অধিকার নেত্রী শিরিন হক।