রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে গত ১৬ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য নাজমা বেগমের ভাই মাহাবুব হাসান কাবুলের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশের ব্যবহৃত নিরাপত্তা সামগ্রী, ওয়াকিটকি ও অস্ত্র উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় গত রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশি বিদেশি বিপুল পরিমাণ মুদ্রাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় দুটি প্রাইভেটকার।
গ্রেফতারকৃতরা হলো শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
তিনি জানান, উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকায় সাবেক সংসদ সদস্য হাবিব ইসলামের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকাসহ বিপুল পরিমাণ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করে।
রওনক জাহান জানান, এর আগে গত ১৬ তারিখ (সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ভিডিও বিশ্লেষণ করে কাবুলকে শনাক্ত করা হয়। কাবুলের বাসা থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে খেলনা পিস্তল-সদৃশ অস্ত্র, গুলি, অস্ত্রের লাইসেন্স, বুলেট প্রুফ জ্যাকেট, ওয়াকিটকিও ছিল। পাশাপাশি একটি জিডির কপি উদ্ধার করা হয়েছে। যেখানে সংসদ সদস্য নাজমার ভাই কাবুল বর্ণনা দিয়েছেন, কীভাবে তিনি অস্ত্রটি ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।
তিনি আরও জানান, এই কাবুলের শেল্টারদাতা ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব ইসলাম। যদিও তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। হাবিব ইসলামের ছেলের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও বিশ্বের ৬টি দেশের মুদ্রা উদ্ধার করা হয়। জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।
এক প্রশ্নের জবাবে ডিসি বলেন, আপনারা জানেন সাবেক সংসদ সদস্য হাবিব ইসলাম বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করেছেন। তার কাছে একাধিক অস্ত্রের লাইসেন্স রয়েছে। আমরা ধারণা করছি তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। অভিযান চালিয়ে এসব উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া পুলিশের ব্যবহৃত সরঞ্জাম কীভাবে সংগ্রহ করা হয়েছে, সেটি জানার জন্য আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে আনা হলে বিস্তারিত জানা যাবে।
উত্তরায় কিশোর গ্যাং দমনের বিষয়ে জানতে চাইলে রওনক জানান বলেন, উত্তরায় যেসব কিশোর গ্যাং রয়েছে, তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে। কিশোর গ্যাংয়ের নামে তরুণ অপরাধীরা মূলত এই হাবিব হাসানদের মতো লোকদের ছত্রছায়ায় থাকে। আমরা কিশোর গ্যাং দমনে অভিযান চালাচ্ছি। অনেককে গ্রেফতার করা হয়েছে।