X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১৫:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৫:৩৮

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকট নিরসনে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নতুন উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বেসরকারি সংস্থা ‘লিডার্স’ আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। তিনি বলেন, নদীভরাট ও জলাবদ্ধতা এই অঞ্চলের প্রধান সমস্যা, যা জলবায়ু পরিবর্তনের ফলে বেড়েছে।

সংবাদ সম্মেলনে মোহন কুমার মণ্ডল ১৪ দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে, উপকূলীয় এলাকায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ, সুপেয় পানির সংরক্ষণ ব্যবস্থা এবং লবণসহনশীল কৃষির জন্য প্রণোদনা অন্তর্ভুক্ত করা।

তিনি বলেন, খুলনার কয়রা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার ফলে ৪০ শতাংশ মানুষ জীবিকা হারাচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক আমিনুর রসুল উল্লেখ করেন, উপকূলের ৬ দশমিক ৫ কোটি মানুষের জীবনযাত্রার চ্যালেঞ্জ সমাধান না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। 

এছাড়া বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিবেশ রক্ষার আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের অব্যাহত অবহেলার বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, উপকূলীয় মানুষের জন্য একটি কার্যকর উন্নয়ন বোর্ড গঠন জরুরি, যাতে তারা প্রাপ্য সেবা এবং নিরাপত্তা পেতে পারেন।

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন, ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) সদস্য সচিব শরীফ জামিল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সংগঠক সাকিলা পারভীন এবং নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আশীষ কুমার দে প্রমুখ। 

/এএজে/ইউএস/
সম্পর্কিত
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি মেন ফাউন্ডেশনের
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
বীক্ষণ মঞ্চের ধ্বংস: সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর অব্যাহত আক্রমণের অংশ
গণতান্ত্রিক অধিকার কমিটির বিবৃতিবীক্ষণ মঞ্চের ধ্বংস: সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর অব্যাহত আক্রমণের অংশ
সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বিমান হামলা
সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বিমান হামলা
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক